কে ঠিক, কে ভুল?
শেষ আপডেট: 11th March 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় হঠাৎই বড় অভিযোগ। কাঠগড়ায় অভিনেতা-ইউটিউবার সায়ন্ত মোদক। এক নয়, দুই প্রাক্তন প্রেমিকা মুখ খুললেন তাঁর বিরুদ্ধে। অপমান-অসম্মান এমনকি মারধরেরও অভিযোগ রয়েছে সায়ন্তর বিরুদ্ধে। সম্প্রতি প্রেমিকা কিরণ মজুমদারের সঙ্গে ইউটিউবে ভিডিয়ো করা বন্ধ করে দেন সায়ন্ত। তাঁর ইউটিউব চ্যানেল 'দ্য কনফিউজ বক্স'-এ এসে নাম না করেই ইঙ্গিত দেন বিচ্ছেদের। এরপরেই তাঁর সর্বশেষ প্রেমিকা কিরণের বিরুদ্ধে ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর কুমন্তব্য করতে থাকেন সায়ন্তের ফ্যানেরা।
চুপ থাকেননি কিরণও। নিজের ইউটিউব চ্যানেলে কার্যত কাঁদতে কাঁদতে সায়ন্তের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন তিনি। দার্জিলিং ট্রিপে কিরণে ইউটিআই হওয়ার কারণে তা নিয়ে 'খিল্লি' করেছিলেন সায়ন্ত, দাবি করেন কিরণ-- 'সারাটা ট্রিপ বাথরুম করিয়েই কাটিয়ে দিলাম'-এ হেন মন্তব্যও নাকি করেন সায়ন্ত, জানান কিরণ। শুধু তাই নয়, মানসিক অত্যাচার, কিরণের টাকায় দামি জিনিস কেনা, এই সব কিছু নিয়েই সোচ্চার হতে দেখা যায় তাঁকে।
কে ঠিক? এই ধন্দে যখন নেটিজেনরাও অবাক ঠিক তখনও আগুনে ঘি যোগ করে কিরণের ওই ভিডিয়োতে দেবচন্দ্রিমা সিংহ রায়ের একটি মন্তব্য। দেবচন্দ্রিমা সায়ন্তর আর এক প্রাক্তন। টলিপাড়ায় পা রাখার পর এই অভিনেত্রীর সঙ্গেই দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সায়ন্ত। তিনি লেখেন, "আমি তোমাকে ব্যক্তিগত ভাবে চিনি না। তোমার ভিডিয়ো দেখে আমি কিরণ মজুমদারকে দেখতে পেলাম না। ২০২১ সালের দেবচন্দ্রিমাকেই দেখতে পেলাম। এই ভিডিয়োটি আমার ২০২১ সালেই বানানো উচিৎ ছিল। কথায় বলে না পাপ বাপকেও ছাড়ে না, এবার যেন মাকেও ছাড়তে না পারে।" আরও বোমা ফাটান দেবচন্দ্রিমা। কিরণকে জিজ্ঞাসা করেন, "ও কি তোমার উপরেও হাত তুলেছে? ওকে আমি আর ছাড়ব না। তোমার ফোন নম্বরটা একটু আমাকে দেবে। বোন তুমি ভয় পেয়ো না, তোমার দিদি এখন কলকাতাতেই রয়েছে।"
একইসঙ্গে কিরণ ও দেবচন্দ্রিমা দু'জনেই অভিযোগ করেছেন সায়ন্তকে নিয়ে। এখানেই শেষ নয়, ফিরে যাওয়া যাক বছর খানেক আগে। দেবচন্দ্রিমা ও কিরণের মাঝে আরও এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান সায়ন্ত। তিনি প্রিয়াঙ্কা মিত্র। তুমুল প্রেম ছিল তাঁদের। এক সঙ্গে ভিডিয়ো বানাতেন দু'জনে। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। কেন? প্রিয়াঙ্কা সেই প্রেমকে তকমা দিয়েছিলেন, ' অসুস্থ সম্পর্ক'। যদিও সেই সময়ে প্রিয়াঙ্কাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়, তবে আজ কোথায় গিয়ে নেটিজেনদের সমর্থন তাঁর দিকেই। একসুরে সবাই বলছেন, "তিন মহিলাই তো আর মিথ্যে হতে পারেন না"। গোটা ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন কিরণ বাবা। আর কিরণ? জানতে দ্য ওয়াল যোগাযোগ করে তাঁর সঙ্গে। তিনি কথা বলার মতো অবস্থায় নেই। আগামী দিনে তাঁরা সায়ন্তের বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ করেন কিনা, সে উত্তর যদিও সময়ের হাতে।