শেষ আপডেট: 12th March 2025 14:23
দ্য ওয়াল ব্যুরো: ‘নারী চরিত্র বেজায় জটিল/কিছুই বুঝতে পারবে না/ওরা কোনও Law মানে না/তাই ওদের নাম ললনা’—‘ওগো বধূ সুন্দরী’ ছবিতে সেই কবে বলে গিয়েছেন উত্তম কুমার। আর পুরুষরা বোধহয় হাড়েহাড়ে টেরও পেয়েছেন, বুঝেছেন এ কথার সারমর্ম! বাংলার অন্যতম নায়ক অঙ্কুশ হাজরা একটু বেশিই বুঝেছেন, তাই তো একেবারে এ কথার প্রথম ভাগ নিয়ে একেবারে সিনেমাই বানিয়ে ফেললেন!
আন্তর্জাতিক নারী দিবসে ঘোষণা হল অঙ্কুশের (Ankush Hazra) নতুন ছবির নাম। ‘নারী চরিত্র বেজায় জটিল’। ছবির পরিচালনায় রয়েছেন সুমিত সাহিল (Sumit Sahil)। যিনি এর আগেও অঙ্কুশের প্রযোজনায় ‘মির্জা’ ছবিটি পরিচালনা করেছিলেন।
নির্ভেজাল এক কমেডি ছবি। গল্পের প্লটের আনচকানাচে শুধু মজা। ঝন্টু ভাল ছেলে। চটপটে। বুদ্ধিমান। কিন্তু সমস্যা একটাই, নারীদের মন সে কিছুতেই বুঝে উঠতে পারে না। শুধু প্রেমিকার নয়, কোনও মহিলাকেই ঝন্টু ঠিকভাবে বুঝে উঠতে পারে না। তার বারবার মনে হয় নারীরা ভীষণ গোলমেলে। ছবিতে ঝন্টুই আসলে অঙ্কুশ হাজরা। তাঁর রিয়েল লাইফের প্রেমিকা এই ছবিতে ঝন্টুর প্রেমিকা হয়ে উঠেছে, ঐন্দ্রিলা সেন। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, সোহাগ সেন, ইপ্সিতা মুখোপাধ্যায়।
View this post on Instagram
তবে এসব খবরই পুরনো। এবার এক নতুন খবরে আসা যাক। এ তো গেল ছবিটির বিষয়বস্তু এবং কারা ছবিতে অভিনয় করছেন। কিন্তু কোন কনটেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবার এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন, তা কি জানেন?
‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে পাঠ করার কথা ছিল বাংলার ১ নং কনটেন্ট ক্রিয়েটরের।‘ বং গাই’ ওরফে কিরণ দত্তর (Bong guy, Bong Guy Kiran Dutta)। কিন্তু শেষমেশ তিনি এই প্রোজেক্ট থেকে সরে আসেন! কিন্তু কেন?
এই প্রশ্নের উত্তর জানতে ‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় কিরণের সঙ্গে। তিনি বলেন, ‘হ্যাঁ আমার অঙ্কুশদার ছবিতে অভিনয় করার কথা ছিল। ঝন্টুর এক বন্ধুর চরিত্রে আমায় কাস্ট করা হয়। মোটামুটি সবটাই ঠিক ছিল। কিন্তু তারপর আমার কাছে একের পর এক কাজ চলে আসে। নেটফ্লিক্স, পাবজি এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমার নিজস্ব চ্যানেলের কনটেন্টও তৈরির কাজও রয়েছে। এই ছবির শুটিং চলবে গোটা মার্চ মাস জুড়ে। সে ক্ষেত্রে এতটা সময় শুটিংয়ে দিতে হলে, বাকিগুলো আর করা হয়ে উঠবে না। নিজের কাজ ফেলে এতটা সময় দেওয়াটা, আমার ঠিক মনে হয়নি। আরেকটা বিষয়ও, চরিত্রটা আমার তেমন জোরদার মনে হয়নি।’
সূত্রের খবর, এক ‘বিরাট’ কিছু ঘটাতে চলেছেন কিরণ (Bong guy, Bong Guy Kiran Dutta)! ঠিক কী ঘটাতে চাইছেন, তা জানতে চাওয়া হলে, তার জবাব কিরণ দেননি, একটা হাসিতে বললেন ‘আপনি কি ভূতে ভয় পান?’ এটা কি কোনও কনটেন্টের নাম? প্রশ্নের উত্তর অবশ্য কিরণ দেননি, ফ্যানদের উদ্দেশ্যে বললেন ‘অপেক্ষা করতে হবে’।