Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে কলকাতায় কেষ্ট, সোশ্যাল মাধ্যমের প্রোফাইল ছবি বদলাল তৃণমূলWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরভারতীয় নভোচর শুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিনকাশ্মীর পাকিস্তানের, উত্তর-পূর্ব হল নেপাল! ভারতের ভুল ম্যাপ দেখাল ইজরায়েল, পরে চাইল ক্ষমাইজরায়েলি আকাশের রক্ষাকবচ আয়রন ডোম এবং ডেভিড’স ক্ষেপণাস্ত্র বর্মের নাক কেটে দিয়েছে ইরানগুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবনবাঁধনি প্রিন্টের স্পোর্টসওয়্যার! দিল্লির ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে নতুন কালেকশন নাইকিরকলকাতায় আসার আগে নৈহাটিতে অনুব্রত, বড়মা-র মন্দিরে পুজো দিলেন
King Movie Cast

সুহানার মা রানি মুখার্জি, তাহলে দীপিকা কোন চরিত্রে? শাহরুখের 'কিং' ছবিতে থাকছেন কারা?

শাহরুখ খানের 'কিং' ছবিতে থাকছেন রানি মুখার্জি, থাকছেন দীপিকা পাড়ুকোনও। সুহানা খানের চরিত্রে থাকছে চমক। 

সুহানার মা রানি মুখার্জি, তাহলে দীপিকা কোন চরিত্রে? শাহরুখের 'কিং' ছবিতে থাকছেন কারা?

শাহরুখ খান আর রানি মুখোপাধ্যায়

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 May 2025 21:56

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান আর রানি মুখোপাধ্যায়—এই যুগল একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে, যার মধ্যে রয়েছে ‘কভি খুশি কভি গম’ এবং ‘কভি আলবিদা না কহেনা’র মতো মাইলস্টোন। কিন্তু এরপর সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিল সেই জুটি। এবার সেই ফাঁক ভরতে চলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’।

শাহরুখের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবেন রানি মুখোপাধ্যায়, যদিও ক্যামিও চরিত্রে। পিঙ্কভিলার রিপোর্ট বলছে, ছবিতে সুহানা খানের চরিত্রের মায়ের ভূমিকায় দেখা যাবে রানিকে। পাঁচদিনের শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে চর্চা—তাহলে কি দীপিকা পাড়ুকোনের বদলে এই চরিত্রে এলেন রানি?

যদিও সবশেষ রিপোর্ট বলছে, দীপিকা আছেন ছবিজুড়েই, গুরুত্বপূর্ণ চরিত্রে। ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘জওয়ান’—দর্শক একাধিকবার শাহরুখ-দীপিকা ম্যাজিক দেখেছেন বড় পর্দায়, আর ‘কিং’ সেই ধারাবাহিকতার পরবর্তী অধ্যায়। তবে চমক এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, ‘কিং’-এ থাকবেন অনিল কাপুরও।

প্রায় তিন দশক আগে ‘ত্রিমূর্তি’-তে শাহরুখ-অনিল-জ্যাকি শ্রফের ত্রয়ী যে ঝড় তুলেছিল, এবার সেই রসায়ন ফের একবার পর্দায় ধরা দিতে চলেছে। সঙ্গে থাকছেন আরশাদ ওয়ারসিও, ছোট্ট অথচ মজার চরিত্রে। বলাই বাহুল্য, শাহরুখের অনুরোধেই নাকি রাজি হয়েছেন ‘সার্কিট’!

‘কিং’ যে শুধু অ্যাকশন থ্রিলার নয়, সেটা স্পষ্ট। এই ছবিতে প্রথমবার পর্দায় ধরা দেবেন শাহরুখ ও তাঁর কন্যা সুহানা খান একসঙ্গে। বাবার সঙ্গে কন্যার স্ক্রিন ডেবিউকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। দীপিকা, রানি, অনিল, আরশাদ, এমনকি রণবীর কাপুর ও আলিয়ার নামও ঘুরছে গুঞ্জনের তালিকায়। ২০ মে থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে ছবির শুটিং। এরপরের সিডিউল ইউরোপে। মুক্তির লক্ষ্যমাত্রা ২০২৬-এর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে।


ভিডিও স্টোরি