শাহরুখ খানের 'কিং' ছবিতে থাকছেন রানি মুখার্জি, থাকছেন দীপিকা পাড়ুকোনও। সুহানা খানের চরিত্রে থাকছে চমক।
শাহরুখ খান আর রানি মুখোপাধ্যায়
শেষ আপডেট: 17 May 2025 21:56
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান আর রানি মুখোপাধ্যায়—এই যুগল একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে, যার মধ্যে রয়েছে ‘কভি খুশি কভি গম’ এবং ‘কভি আলবিদা না কহেনা’র মতো মাইলস্টোন। কিন্তু এরপর সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিল সেই জুটি। এবার সেই ফাঁক ভরতে চলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’।
শাহরুখের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবেন রানি মুখোপাধ্যায়, যদিও ক্যামিও চরিত্রে। পিঙ্কভিলার রিপোর্ট বলছে, ছবিতে সুহানা খানের চরিত্রের মায়ের ভূমিকায় দেখা যাবে রানিকে। পাঁচদিনের শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে চর্চা—তাহলে কি দীপিকা পাড়ুকোনের বদলে এই চরিত্রে এলেন রানি?
যদিও সবশেষ রিপোর্ট বলছে, দীপিকা আছেন ছবিজুড়েই, গুরুত্বপূর্ণ চরিত্রে। ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘জওয়ান’—দর্শক একাধিকবার শাহরুখ-দীপিকা ম্যাজিক দেখেছেন বড় পর্দায়, আর ‘কিং’ সেই ধারাবাহিকতার পরবর্তী অধ্যায়। তবে চমক এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, ‘কিং’-এ থাকবেন অনিল কাপুরও।
প্রায় তিন দশক আগে ‘ত্রিমূর্তি’-তে শাহরুখ-অনিল-জ্যাকি শ্রফের ত্রয়ী যে ঝড় তুলেছিল, এবার সেই রসায়ন ফের একবার পর্দায় ধরা দিতে চলেছে। সঙ্গে থাকছেন আরশাদ ওয়ারসিও, ছোট্ট অথচ মজার চরিত্রে। বলাই বাহুল্য, শাহরুখের অনুরোধেই নাকি রাজি হয়েছেন ‘সার্কিট’!
‘কিং’ যে শুধু অ্যাকশন থ্রিলার নয়, সেটা স্পষ্ট। এই ছবিতে প্রথমবার পর্দায় ধরা দেবেন শাহরুখ ও তাঁর কন্যা সুহানা খান একসঙ্গে। বাবার সঙ্গে কন্যার স্ক্রিন ডেবিউকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। দীপিকা, রানি, অনিল, আরশাদ, এমনকি রণবীর কাপুর ও আলিয়ার নামও ঘুরছে গুঞ্জনের তালিকায়। ২০ মে থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে ছবির শুটিং। এরপরের সিডিউল ইউরোপে। মুক্তির লক্ষ্যমাত্রা ২০২৬-এর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে।