শেষ আপডেট: 26th February 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: কিম কার্দাশিয়ান। নাম শুনেই অনেকের বুকে ঝড় ওঠে। বারবার সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মেরে বহু মানুষই মডেল-অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্তের ছবি, ভিডিও উপভোগ করেন। তবে ভুললে চলবে না, কেউ একজন আছেন যাঁর প্রতি এই একই অনুভূতি কাজ করে খোদ কিমের। তিনি আর কেউ নন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। সম্প্রতি তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিম কার্দাশিয়ান।
মেজর সকার লিগে লা গ্যালাক্সি বনাম ইন্টার মায়ামি খেলা ছিল। সেই ম্যাচেই বিশ্বকাপ জয়ী মেসির হাত ধরে মাঠে নামতে দেখা যায় কিমের ছেলে সেইন্টকে। এই ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে কার্দাশিয়ান লিখেছেন, ''সেইন্ট লিওনেল মেসির হাত ধরে মাঠে নামছে। মনে হচ্ছে স্বপ্নপুরীতে বাস করছে ও।'' তবে শুধু ফুটবলে সেইন্টের আগ্রহ আছে তা নয়। তাঁকে বাস্কেটবল কোর্টেও দেখা যায়। ছেলের খেলার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন কিম।
Saint walking Messi out on the field tonight at the La Galaxy vs Inter Miami game!!! He is living the absolute dream! pic.twitter.com/g6ZEy6ujYr
— Kim Kardashian (@KimKardashian) February 26, 2024
২০১১ সালে আমেরিকান ব়্যাপার কাইনে ওয়েস্টের সঙ্গে তাঁর সম্পর্ক অফিসিয়াল করেন কিম কার্দাশিয়ান। তার আগে অবশ্য তাঁরা বন্ধুই ছিলেন। ১০ বছরের বিবাহিত জীবনে তাঁদের চারজন সন্তান আছে। তাঁদের মধ্যেই একজন সেইন্ট। তবে ২০২২ সালে কাইনের সঙ্গে ডিভোর্স হয়ে যায় কিমের।
সোমবার মেজর লিগ সকারে অবশ্য জিততে পারেননি মেসিরা। লা গ্যালাক্সির সঙ্গে ম্যাচ ১-১ ড্র হয়। চলতি বছরের লিগ সবে শুরু হয়েছে। এই মুহূর্তে ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের টপে আছে মেসির ইন্টার মায়ামি। তিনি আমেরিকার ফুটবলে যোগ দেওয়ার পর স্বাভাবিকভাবে সকার নিয়ে আগ্রহ বহু মানুষের বেড়েছে। মেসির পর সুয়ারেজ ইন্টার মায়ামিতে সই করেন। তাছাড়া এই দলেই আছেন জর্ডি আলবা, সর্জিও বুস্কেটসের মতো খ্যাতনামা প্লেয়াররা।