শেষ আপডেট: 6th November 2024 14:03
দ্য ওয়াল ব্যুরো: যুক্তরাষ্ট্রের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন ৯৫ বছর বয়সে মারা গেলেন। ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়। কিকি হাকানসন একজন আইকনিক মডেল। তাঁর সৌন্দর্য ও কৃতিত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁর পরিবার জানিয়েছে তিনি বয়সজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার জেরেই মারা যান।
মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই শেয়ার করা হয়েছে এই খবর। সুইডেনে জন্ম নেন কিকি হাকানসন। তারপরে ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় পরেছিলেন। তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম মিস ওয়ার্ল্ড হন।
সোশ্যাল মিডিয়ায় ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিসিয়াল পেজে তাঁর মৃত্যুকে ঘিরে গভীর শোক প্রকাশ করেছে। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা কিকির জন্য শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এই কঠিন সময়ে আমাদের বলার কোনও ভাষা নেই। শুধুমাত্র ভালবাসা দেওয়া ছাড়া। প্রার্থনা করছি।’
কিকির ছেলে ক্রিস অ্যান্ডারসনও তাঁর মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি কিকিকে ‘হাস্যরস এবং বুদ্ধির’ মেলবন্ধন বলে উল্লেখ করেন। আর মায়ের সম্পর্কে লিখতে গিয়ে তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'আমার মা বাস্তব, দয়ালু এবং মজাদার মানুষ ছিলেন। তিনি সব মানুষের সঙ্গে মিশতে পছন্দ করতেন। আমার মা সহজে কাউকে ভুলতেন না।'
মিস ওয়ার্ল্ডের চেয়ারওম্যান জুলিয়া মোরলে তাঁর অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। তাতে তিনি কিকিকে নিয়ে অনেক কথা লিখেছেন। ক্যাপশনে লিখেছেন, 'কিকি একজন সত্যিকারের ভাল মানুষ ছিলেন। কিকি প্রথম মিস ওয়ার্ল্ড হিসাবে ইতিহাসে তাঁর নাম লিখিয়ে গিয়েছেন। আমরা আজীবন থম মিস ওয়ার্ল্ড, কেরস্টিন (কিকি) হাকানসনকে মনে রাখব।'