শেষ আপডেট: 28th January 2025 17:01
দ্য ওয়াল ব্যুরো: শ্রীদেবী এবং বনি কাপুরের মেয়ে খুশি কাপুর শীঘ্রই বড় পর্দায় আত্মপ্রকাশ (ডেবিউ) করতে চলেছেন। ছবির মুক্তির আগে চলছে প্রচারের ধুম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কসমেটিক সার্জারি, বিশেষত নোস জব এবং লিপ ফিলার প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেছেন খুশি।
কার্লি টেলস নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন খুশি। সোমবার এই সাক্ষাৎকারের একটি প্রোমো শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। প্রোমোর একাংশে দেখা যায়, খুশি তাঁর বাড়ির সুইমিং পুল দেখাচ্ছেন। পুলটি চারপাশে ঘেরা কেন, সেই প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের পাঁচটি কুকুর রয়েছে। ওরা বাইরে এলেই পুলে ঝাঁপিয়ে পড়ে। তাই এমনভাবে ঘিরে রাখা হয়েছে।'
এছাড়াও খুশি ছোটবেলার স্মৃতি ভাগ করে নিয়ে জানান, তখন তিনি খুবই ‘অ্যাটেনশন সিকার’ ছিলেন এবং সবসময় সবাই যাতে তাঁকেই দেখে সেটাই তিনি চাইতেন। নোস জব এবং লিপ ফিলার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে খুশি বলেন, 'আমার কাছে প্লাস্টিক সার্জারি আর পাঁচটা শব্দের মতোই স্বাভাবিক। এটা নিয়ে এমন কিছু করার নেই। অনেকেই মনে করেন এটি অপমানজনক, কিন্তু আমি তা মনে করি না।'
তিনি আরও জানান, অভিনয় জগতে পা রাখার আগেই অনেকেই তার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছিলেন। তবে খুশি সেই সমালোচনা বা ধারণায় খুব একটা গুরুত্ব দেন না। খুশি কাপুর, সুহানা খান এবং অগস্ত্য নন্দা একসঙ্গে জোয়া আখতারের পরিচালনায় 'দ্য আর্চিস' দিয়ে ২০২৩ সালে নেটফ্লিক্সে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন।
View this post on Instagram
এবার খুশি ‘লাভিয়াপা’-এর মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এরই মাঝে খুশি এবং বেদাঙ্গ রায়নার সম্পর্ক নিয়েও বলিউড মহলে জল্পনা চলছে। তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা যায়, যা ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।