শেষ আপডেট: 11th April 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: প্রাইম ভিডিও অফিসিয়ালি রিলিজ হল নতুন হিন্দি অরিজিনাল সিরিজ ‘খওফ’-এর ট্রেলর। আট পর্বের এই সাসপেন্স-হরর ড্রামা পরিচালনা করেছেন পঙ্কজ কুমার এবং সূর্য বালাকৃষ্ণন। গল্প ঘোরে দিল্লির এক মহিলা হোস্টেলের ঘরকে কেন্দ্র করে, যার মধ্যে চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর অতীত। সেই ঘরের নতুন বাসিন্দা মাধুরীর জীবন ধীরে ধীরে ঘুরে যায় অজানা এক দিকে—যেখানে ভয়, সন্দেহ আর রহস্য লুকিয়ে রয়েছে প্রতিটি কোণে। ট্রেলর শুরু হয় মধুরী নামে এক ছোট শহরের মেয়ের গল্প দিয়ে, যে দিল্লিতে খুঁজছে সাশ্রয়ী এক ঘর। এক হোস্টেল ঘর পেয়ে গেলে, তার সঙ্গেই শুরু হয় প্রকৃত আতঙ্ক। তার চারপাশের মেয়েরা বারবার সাবধান করে তাকে, কিন্তু কেউই সাহস করে বাইরে বেরোতে পারে না। সেই ঘর, যা শুরুতে ছিল নিরাপদের আশ্রয়, এক ভয়ের গহ্বরে পরিণত হয়।
পরিচালক সূর্য বালাকৃষ্ণন বলেন, ‘খওফ’ হলো নিখাদ ভয়ের গল্প—অজানা আর নিয়ন্ত্রণ হারানোর ভয়। প্রতিটি ফ্রেম, প্রতিটি শব্দ, এমনকি নিস্তব্ধতাও দর্শককে মধুরীর যাত্রায় সম্পূর্ণভাবে টেনে নিয়ে যাবে।” অন্যদিকে, মুখ্য ভূমিকায় থাকা অভিনেত্রী মনিকা পানওয়ার বলেন, “মধুরী চরিত্রে অভিনয় করা আমার কাছে এক ভিন্ন অভিজ্ঞতা ছিল। চরিত্রটি ধীরে ধীরে খুলে যায়, তার চারপাশে ঘটে যাওয়া অজানা ঘটনাগুলোর সঙ্গে সে যেমন লড়াই করে, সেই ভয়কে ফুটিয়ে তোলা আমার অভিনয়ের অন্যতম চ্যালেঞ্জ ছিল।”
সিরিজটি প্রযোজনা করেছে ম্যাচবক্স শটস, চিত্রনাট্য ও কনসেপ্টে আছেন স্মিতা সিংহ। অভিনয়ে আছেন মনিকা পানওয়ার, রজত কাপুর, অভিষেক চৌহান, গীতাঞ্জলি কুলকার্নি এবং শিল্পা শুক্লা। ‘খওফ’ প্রিমিয়ার করবে ১৮ এপ্রিল, শুধুমাত্র প্রাইম ভিডিও-তে, ভারতে এবং ২৪০-রও বেশি দেশ ও অঞ্চলে। যা দেখা যায়, তা সবসময় সত্য নাও হতে পারে! — এই মন্ত্রেই মোড়া সিরিজ ‘খওফ’ নিশ্চয়ই দর্শকদের এক নতুন ধরণের হরর অভিজ্ঞতা দেবে।