‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর স্টারকাস্ট
শেষ আপডেট: 20 March 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে। ট্রেলরের ঝলক দেখেই প্রত্যাশা দ্বিগুণ হয়ে গিয়েছে সিরিজপ্রেমী বাঙালির। তাঁরা একেবারে রেডি। বলার কোনও অপেক্ষা রাখে না, দর্শক চেটেপুটে উপভোগ করতে চলেছে, পরিচালক নীরজ পাণ্ডে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। আর তারপর বাঙালির আড্ডায় উঠবে তুমুল ঝড়, গল্পের প্লট কি ছিল ততোটাও মারমার কাটকাট? কে দারুণ ছিল সিরিজে, কে নয়! বুম্বাদা না জিৎ, কে জিতল শেষমেশ! তবে তার আগে এমনই বাঙালি আড্ডায় মেত উঠল ‘খাকি’ স্টাররা। হাজির ছিলেন প্রসেনজিৎ, জিৎ, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফার খান। আর সেই আড্ডার টুকরো ছবিতেই এই গ্যালারি...