শেষ আপডেট: 6th March 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: ‘শেষ ট্রাম মুছে গেছে, শেষ শব্দ, কলকাতা এখন/ জীবনের জগতের প্রকৃতির অন্তিম নিশীথ’
— জীবনানন্দ দাশ (কবিতা : একটি নক্ষত্র আসে)
একসময় কলকাতায় গমগম করে ট্রাম চলত ২৭-২৮টি রুটে। বছর ১৫ আগেও এক ডজন রুটে সচল ছিল ট্রাম। ট্রামের টিংটিং ঘণ্টিতে, কাঠের সিটে, শেষ আসনে বসে খাওয়া বাদামভাজার খোলসে যে কত সুখদুঃখ-হাসিকান্না জমে আছে, তার ইয়ত্তা নেই। দেড় শতক ধরে শহরের নস্টালজিয়া বহন করা সেই ট্রাম নিয়েই ইদানিং অভিযোগের অন্ত নেই।
তবে, আজ ট্রামলাইনের জন্য দুর্ঘটনা ঘটার। জনসংখ্যার তুলনায় রাস্তা অনেক কম। সময়ের সঙ্গে মানুষের ব্যস্ততাও যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে কালো ধোঁয়া উড়িয়ে, জোরাল শব্দ করে, গাঁকগাঁক করে ছুটে চলা গতির যুগে বড্ড বেমানান ট্রাম। তার শ্লথ গতি, বড়সড় চেহারা, নিজের পথে নিজের মতো দূষণহীন চলা—এসবই যেন বড় বিড়ম্বনার কারণ।
তাই শেষমেশ ট্রাম ‘তুলে দেওয়া উচিত’সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তা নিয়ে চলছে মামলা মোকদ্দমাও। হাইকোর্ট অবধি গড়িয়েছে সে মামলা। কিন্তু এসবের মাঝে, ধর্মতলার ট্রাম ডিপোতে জড়ো হলেন, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর সুপারস্টাররা। এ শহরের পরতে পরতে ঐতিহ্য। আর কলকাতার রাজপথে এঁকেবেঁকে চলতে থাকা ট্রামের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হলেন বলি-টলি তারকারা।
উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ মাদনানী, শাশ্বত চ্যাটার্জি, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক এবং আদিল জাফর খান সহ নামজাদা শিল্পীরা। ছিলেন নীরজ পান্ডে (Neeraj pandey) এবং পরিচালক দেবাত্ম মণ্ডলও। (Prosenjit Chatterjee, Jeet, Parambrata Chatterjee, Saswata Chatterjee, Chitrangada singh)
বাঙালির প্রিয় ট্রাম, রয়েছে ওয়েব সিরিজে প্লটেও। ২০০০ সালের গোড়ার দিকের সময়ের প্রতিচ্ছবি থাকবে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ। সে সময়ের ট্রামের ছবিও ভাসবে নেটফ্লিক্সের পর্দায়। বছর পঁচিশ আগের কলকাতায় ফিরে যেতে অপেক্ষার আর হাতে গোনা কিছু দিন। (Khakee: The Bengal Chapter)