শেষ আপডেট: 3rd January 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৮ দিনে ইউটিউবে ৫ কোটি ভিউজ! ইনস্টাগ্রাম জানাচ্ছে, ৮ লাখের বেশি মানুষ গানে রীল বানিয়েছেন। পোস্টারে লেখা দশকের সবচেয়ে বড় গান, ‘কিশোরী’। ঋতম সেনের লেখা রথিজিৎ ভট্টাচার্যর সুরে গানটি গেয়েছেন রথিজিৎ এবং অন্তরা মিত্র। ‘খাদান’ (Khadaan)মুক্তির বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ‘কিশোরী’। আর প্রথম থেকেই সেই গান নজর কেড়ে নেয় দর্শক, শ্রোতাদের।
‘কিশোরী’র (Dev, Idhika Paul, kishori ) সাফল্য নিয়ে দেব পোস্টে লেখেন, 'এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।' শুধু গান কেন তার সঙ্গে গানের দৃশ্যও বেশ মানানসই। একে অপরের কাছে মনপ্রাণ সঁপে দিয়েছেন দেব-ইধিকা। কালো খাদান আর রঙিন পোশাকে আরও উজ্জ্বল মধু-লতিকা।
এমন রোমান্টিক সিনে দর্শক সরাতে পারেনি দর্শক। শুধু দর্শক নয়, এবার ‘কিশোরী’ চোখ টানল দেশের জনপ্রিয় ফুড ব্র্যান্ড, আমূল-এরও। শুক্রবার সকালে ‘আমূল বাংলা’-র ফেসবুক পেজ থেকে প্রকাশিত হল এক বিজ্ঞাপনী পোস্টার। তাতে রয়েছেন দেব এবং ইধিকা। তবে একেবারে ‘আমূলরূপী’ চেহারাতে। উঠে এসেছে ‘কিশোরী’র দৃশ্যই। ঢোল বাজাচ্ছে মধু আর পাশে কোমরে হাত দিয়ে দুলছেন লতিকা। বড়-বড় করে লেখা , বাংলার ভাইরাল কিশোরী! ক্যাপশনে লেখা—রেকর্ড সাফল্যে নজির গড়ল ‘খাদান’।
দেব (begali film, tollywood, dev actor )অবশ্য অপেক্ষা করেননি, ছবি পোস্ট হতেই তা শেয়ার করে দিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে। উপচে পড়ছে দর্শকদের কমেন্ট। ‘দ্য ওয়াল’-কে দেওয়া সাক্ষাৎকারে দেব জানানও যে প্রায় ৮-১০ বছর পর মন খুলে কোনও ছবিতে নাচলেন তিনি। তাঁর বক্তব্যে সমর্থনও করেন, সহ-অভিনেতা যিশু সেনগুপ্তও।
তবে এ প্রথম নয়, আগেও আমুলের বিজ্ঞাপনে উঠে এসেছে, ছবির প্রসঙ্গ। শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘বেলাশেষ’ মুক্তি পাওয়ার পর আমুল ডট কুপের পক্ষ থেকে এক বিজ্ঞাপন পোস্ট করা হয়। ‘বেলাশুরু’তে (begali film, tollywood)অ্যালঝাইমার্স রোগের শিকার হয়ে স্মৃতি হারান আরতি (স্বাতীলেখা)। অসুস্থ স্ত্রীর খেয়াল রাখেন বিশ্বনাথ (সৌমিত্র)। পরম যত্নে আরতির চুল আঁচড়ে দিচ্ছেন বিশ্বনাথ, সেই দৃশ্যই উঠে এসেছিল বিজ্ঞাপনে ‘এই বেলা কখনওই শেষ হবে না।’ টুইটারে ছবির ক্যাপশনে লেখা—‘সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির কামব্যাক ছবি বেলাশুরু। ভারতীয় সিনেমায় এই প্রথমবার দুই মুখ্য চরিত্র আর বেঁচে নেই।’
#Amul Topical: Belashuru, the film stages the comeback of Shri Soumitra Chattopadhyay and Smt Swatilekha Sengupta- the first time in Indian cinema that both lead actors of a film have passed away. pic.twitter.com/utN48iJgOh
— Amul.coop (@Amul_Coop) May 23, 2022