
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিস কাঁপাচ্ছে কেজিএফ ২ (KGF 2)! দক্ষিণী ঝড়ের তাণ্ডব চলছে। আরআরআর-এর পর বক্স অফিসে ঝড় তুলেছে কেজিএফ: চ্যাপ্টার টু। যশ অর্থাৎ নবীন কুমার গৌড়া নজর কেড়েছেন দর্শকদের। কিন্তু এখনও যাঁরা পর্দায় যশের তাণ্ডব দেখেননি তাঁদের জন্য সুখবর। এবার ওটিটি প্ল্যাটফর্মে (KGF 2 OTT Release) মুক্তি পেতে চলেছে কেজিএফ: চ্যাপ্টার টু।
কবে, কোথায় দেখা যাবে? (KGF 2 OTT Release)
কেজিএফের প্রথম পর্বের মতই দ্বিতীয় পর্বও দেখা যাবে অ্যামাজনে প্রাইমে। হিন্দি, তেলেগু, তামিল এবং মালায়ালাম ভাষাতে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। আগামী ২৭ মে থেকে এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।
বক্স অফিসে প্রথম দিনেই ১৩৪ কোটির ব্যবসা হাঁকিয়ে ফেলেছে কেজিএফ ২। সেই যে শুরু হয়েছে এখনও চলছে কেজিএফ ঝড়। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমাটি ২০১৮ সালের কেজিএফ সিনেমার সিক্যুয়েল।
দক্ষিণী ছবির মূল আকর্ষণ ‘লার্জার দ্যান লাইফ’ কনসেপ্ট, দর্শকরা তাই দেখতেই ভিড় করেন সিনেমাহলে। কেজিএফ ২ তার অন্যথা নয়। ছবিতে যশের চরিত্রের নাম রকি। সোনার খনির অধিকারকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। রকির চরিত্রে যেমন যশ আধিপত্য বিস্তার করেছেন, তেমনই খলনায়কের ভূমিকায় সঞ্জয় দত্তের অনবদ্য অভিনয় নজর কেড়েছে দর্শকের। তাই যাঁরা সময়ের অভাবে দেখে উঠতে পারেননি এখনও এই সিনেমাটি তাঁরা ২৭ তারিখ ওটিটিতে উঁকি দিতেই পারেন।
‘বন্ধ করো!’ পাপারাজ্জিদের দিকে তেড়ে গেল তৈমুর! করিনার ছেলের এ কী মূর্তি, দেখুন ভিডিও