শেষ আপডেট: 28th August 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে চারিদিক। বিচার চেয়ে রাস্তায় নামছেন মানুষ। ঘটনার তদন্তে উঠে আসছে হাসপাতালের অনিয়মের প্রসঙ্গ। এই আবহে এবার গুরুতর অভিযোগ করলেন কলকাতার বাংলা ব্যান্ড 'কায়া'র অন্যতম সদস্য অরিন্দম। জানালেন, মৃত বাবার মুখ দেখতে তাঁর কাছে চাওয়া হয়েছিল সাড়ে ৩ হাজার টাকা।
মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট করেন অরিন্দম। সেখানে তিনি লেখেন, '২০১৯ সালে আমি আমেরিকায় অনুষ্ঠান করতে গেছি পুজোর সময়। ক'দিন পর বাবা (জগৎ কৃষ্ণ চ্যাটার্জী )আমাকে ছেড়ে চলে যায়। বাবা দেহ দান করে গেছিল। এই আরজি করে রাখা ছিলো দেহ। দু'দিন পর ফিরে বাবার শুধু মাত্র মুখটা দেখার জন্য আমাকে ৩৫০০ টাকা দিতে হয়েছিলো । বলেছিল চা-পানির জন্য।'
ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে রীতিমত শোরগোল পড়ে যায় নেট মাধ্যমে। কমেন্টে ক্ষোভ উগড়ে দেন বহু শিল্পী। গায়ক অনন্যা ভট্টাচার্য (ক্ষ্যাদা) লেখেন, 'বাহ বাহ দারুণ সিস্টেম'। পরিচালক সুব্রত সেনও অরিন্দমের পোস্ট পড়ে চমকে যান। লেখেন, 'কী বলছ?' তার উত্তরে অরিন্দম লেখেন, 'হ্যাঁ দাদা, সত্যি কথা।'