শেষ আপডেট: 7th January 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ বিকট আওয়াজ। কেঁপে উঠেছিল চারপাশ। কী ঘটেছে বুঝতে পারার আগেই এদিক ওদিক ছিটকে পড়েছিলেন ওঁরা। কিছু বোঝার আগেই খনির মধ্যে কলকল আওয়াজ! জল ঢুকছে, পালাতে হবে! না সেদিন পালাতে পারেননি ওঁরা। মুহূর্তের মধ্যেই গ্যালন গ্যালন জল ঢুকে পড়েছিল ঝাড়খণ্ডের চাসনালা কয়লা খনিতে। দিনটা ছিল ২৭ ডিসেম্বর ১৯৭৫। জলে ডুবে খনির ভিতরেই ছটফট করতে করতে মারা গিয়েছিলেন ৩৭৫ জন শ্রমিক। 'খাদান'-এ ঘটে গিয়েছিল ভয়ঙ্কর দুর্ঘটনা।
এই ঘটনার উপর ভিত্তি করেই বলিউড তৈরি করেছিল এক ছবি, যার নাম 'কালা পাত্থর'। যশ চোপড়া পরিচালিত ওই ছবিতে অভিনয় করেছিলেন শশী কাপুর, অমিতাভ বচ্চন, রাখী গুলজার, শত্রুঘ্ন সিনহা, নীতু সিং, পারভিন ববি। জানেন কি 'কালা পাত্থর'-এ অভিনয় করতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন। সম্প্রতি 'কউন বনেগা ক্রোড়পতি'র সেটে এসে এক প্রতিযোগী কৌশলেন্দ্র প্রতাপ সিং সেই ঘটনার কথা তুলে ধরেন সকলেন সামনে। কৌশলেন্দ্র নিজে ঝাড়খন্ডের মানুষ। যে সময় ওই ঘটনা ঘটে তিনি নিজেও কাজ করতেন কয়লাখনিতেই।
তিনি বলেন, "মনে আছে ছবির শুটিংয়ের সময় আপনার গায়ে নোংরা জল ঢেলে দেওয়া হয়; যাতে দৃশ্যটি বাস্তবসম্মত লাগে। আপনার বাবা হরিবংশ রাই বচ্চন তাঁর বইয়ে লিখেছিলেন, ওই জল ঢালার ফলে আপনি অসুস্থ হয়ে পড়েন। তা সত্ত্বেও শুটিং আপনি থামিয়ে যাননি। এখানেই আপনি অন্যদের থেকে আলাদা।"
প্রসঙ্গত, চাসনালা খনির যে দুর্ভাগা শ্রমিকরা সেদিন মারা গিয়েছিলেন তাঁরা আদৌ সঠিক বিচার পেয়েছেন কিনা তা নিয়ে বিতর্ক আছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইস্কো এই কয়লা খনির মালিক ছিল। কার বা কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে তা জানার জন্য পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি উজ্জল নারায়ণ সিনহার নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠিত হয়েছিল।
সেই কমিশন ওই কয়লা খনির চার উচ্চপদস্থ কর্মীকে দোষী সাব্যস্ত করে। কিন্তু তাদের মধ্যে দু'জন আগেই মারা গিয়েছিলেন। শেষ পর্যন্ত রামানুজ ভট্টাচার্য ও দীপক সরকারকে আদালত ১ বছরের জেল এবং মাত্র ৫ হাজার টাকা জরিমানা করে। তবে উচ্চতর আদালতে আপিল করে একমাস পরেই জেল থেকে মুক্তি পেয়ে যান এই দুই বাঙালি আধিকারিক। ১৯৯৭ সালে চাসনালা খনির সামনে মৃত শ্রমিকদের স্মৃতিতে একটি শহীদ স্মারক নির্মাণ করা হয়।