শেষ আপডেট: 13th December 2021 16:07
দ্য ওয়াল ব্যুরোঃ রাজস্থানের সওয়াই মাধোপুর জেলায় রাজকীয় বিয়ে সেরেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। বলিউড পেয়েছে নতুন তারকা দম্পতি। বাইরে থেকে আভাসে ইঙ্গিতে সেই স্বপ্নের বিয়ের খোঁজ পেয়েছেন তাঁদের অনুরাগীরা। বি-টাউন এখন সেই বিয়ের খবরেই সরগরম। জানা গেছে, বিয়েতে প্রচলিত ছক ভেঙে নজির গড়েছেন ক্যাটরিনা আর তাঁর বোনেরা। কী নজির? সাধরণত হিন্দু বিয়েতে কনেকে ছাদনাতলায় নিয়ে যান ছেলেরাই। কিন্তু এই বিয়েতে দেখা গেছে অন্য ছবি। ক্যাটরিনা কাইফের পাঁচ বোন থাকতে ছেলেদের কী প্রয়োজন? বোনেরাই তাঁকে ছাদনা তলায় নিয়ে গিয়েছেন। বোনেদের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন ক্যাটরিনা। ভিকি ক্যাটরিনার বিয়ের এমন ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। তারা সকলেই এই অভিনব পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন। এই বিয়েতে ক্যাটরিনা ও তার বোনেদের মধ্যে দিয়ে নারীশক্তির প্রকাশও দেখেছেন কেউ কেউ। হিন্দু বিয়েতে সাধারণত সবটাই পুরুষতান্ত্রিক। আজকাল তেমন অনেক নিয়মই ভাঙার নজির তৈরি হচ্ছে চারদিকে। বোনেদের সঙ্গে ছাদনাতলায় এসে কি তেমন নজিরই গড়লেন না ক্যাটরিনা? তিনি বিয়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই বোনেরাই তাঁর শক্তি। ৯ ডিসেম্বর জাঁকজমকপূর্ণভাবে রাজস্থানের দুর্গে ভিকি ক্যাটরিনার চার হাত এক হয়েছে। বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ল্যাহেঙ্গা পরে নজর কেড়েছেন ক্যাটরিনা। তাঁদের এই বিয়ের খবরেই এখন বি-টাউনের আকাশ বাতাস ম ম করছে।