Latest News

বিয়ের পর কাজে ফিরলেন ক্যাটরিনা, গ্লো যেন ছিটকে বেরোচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে মিটেছে। এবার আবার কাজে ফেরা। শ্যুটিং সেটে চেনা মেজাজেই ফিরলেন নতুন বউ ক্যাটরিনা। তবে চোখ এড়ালো না তাঁর বিয়ের গ্লো। নতুন রূপেই যেন কাজে ফিরলেন ভিকির স্ত্রী।

বিয়ে সেরে সম্প্রতি মুম্বই ফিরেছেন ভিকি-ক্যাটরিনা। এয়ারপোর্টে নেমেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দী হন তারকা যুগল। মুখে লাজুক হাসি, সিঁথিতে লাল সিঁদুর, লাল চুড়া পরে হালকা সাজে নজর কেড়েছিলেন বিদেশি কন্যা ক্যাটরিনা। প্রেম পরিনতি পাওয়ার খুশিতে বলিউডের এই সুন্দরী নায়িকার গ্ল্যামার যেন আরও এক ধাপ বেড়ে গেছে। শ্যুটিং সেটে পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁকে। রূপ একেবারে উপচে পড়ছিল।

এর আগে শোনা গিয়েছিল ক্যাটরিনা সলমন খানের ‘টাইগার ৩’ ছবির কাজ শেষ করবেন। কিন্তু আগে তিনি  শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

আপাতত মুম্বইয়ের আন্ধেরিতে ভিকিদের বাড়িতেই নতুন সংসার পেতেছেন ক্যাটরিনা। কিছুদিন আগেই নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজোর হয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন ক্যাটরিনা। জুহুতে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তাঁরা। সেখানেই থাকবেন।

এদিকে গত সোমবার ভিকি কৌশলও তাঁর নতুন ছবির শ্যুটের কাজে উড়ে গেলেন ইন্দোর। এয়ারপোর্টে সোয়েট শার্ট পড়ে স্মার্ট হ্যান্ডসাম লুকে ধরা দিয়েছিলেন ভিকি। বিয়ের পর দুজনেরই গ্লো বেড়ে গেছে, এক বাক্যেই মানছেন অনুরাগীরা।

You might also like