শেষ আপডেট: 27th December 2021 13:24
দ্য ওয়াল ব্যুরো: ৫৬ বছরে পা দিলেন সলমন খান। দু'দিন আগেই তাঁর একটা ফাঁড়া গেছে। সাপ ছোবল মেরেছে তাঁর হাতে। একবার দু'বার নয়। পরপর তিন বার। সেসব নিয়ে চর্চার মাঝেই প্রাক্তন প্রেমিককে জন্মদিনে শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ।
কী লিখলেন তিনি, তাই নিয়ে সকলেরই কৌতূহল তুঙ্গে। এদিন ইনস্টা স্টোরিতে সলমন খানের একটি সাদা-কালো ছবি পোস্ট করেন ক্যাট। তাতে সদ্যবিবাহিতা ক্যাটরিনা লেখেন, 'সলমন, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার ভালবাসার আলো ও প্রতিভা চিরকাল যেন তোমার সঙ্গে থাকে।'সলমন ও ক্যাটরিনার প্রেম নিয়ে একসময় বলিউডে চর্চা ছিল তুঙ্গে। যদিও এই সম্পর্ক নিয়ে উচ্চকিত কোনও ঘোষণা তাঁরা কোনও দিন করেননি। নিঃশব্দে গড়ে ওঠা এই সম্পর্ক অবশ্য নিঃশব্দেই ভেঙে গিয়েছে, কয়েক বছর আগেই। তবে থেকে গিয়েছে তাঁদের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব নিয়ে কখনওই কোনও রাখঢাক করেননি তাঁরা। কখনওই কোনওরকম অস্বস্তিতে পড়তেও দেখা যায়নি তাঁদের।
এসব পার করে দিন কয়েক আগেই ভিকি কৌশলকে বিয়ে করেছেন ক্য়াটরিনা কাইফ। রাজকীয় সেই বিয়ের দিকে চোখ ছিল সারা দেশের তথা বিশ্বের। হইহই করে বিয়ে পার করে, হানিমুন সেরে, যে যাঁর কাজে ফিরেছেন তাঁরা।
অন্যদিকে সলমন খানও বিদেশিনী প্রেমিকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে রয়েছেন। জন্মদিনেও সলমনের ফার্ম হাউসে ছিলেন ইউলিয়া। সেখানেই সলমনকে সাপে কামড়ায়।