শেষ আপডেট: 20th June 2023 12:21
দ্য ওয়াল ব্যুরো: 'টাইগার জিন্দা হ্যায়' ও 'ভারত' ছবির পর ফের ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক আলি আব্বাস জাফর। আর এবার তিনি বানাতে চলেছেন সুপারহিরো সিনেমা। বলিউডে এমনিতে সুপার হিরোদের কমতি নেই। আর এবার নতুন এক সুপার হিরোকে নিয়ে বড়পর্দায় আসতে চলেছেন আলি। আর সেখানেই অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ক্যাটরিনা।
বি টাউনে এক একসময় এক একজন সুপারহিরো এসেছেন। নয়ের দশকের হিন্দি সিরিয়ালে 'শক্তিমান' ছিলেন প্রবল জনপ্রিয়। তাকেই এবার সিনেমায় আনার কথা ভাবছেন নির্মাতারা। অন্যদিকে তারপর এসেছে 'কৃষ'। এরপর ভিডিও গেমের গল্প হলেও 'রা ওয়ান' ছিল এক অন্য ধরনের সুপারহিরো সিনেমা। সেখান থেকে তাঁর নতুন ছবিটি অনেকটাই আলাদা হতে চলেছে বলে দাবি করেছেন আলি আব্বাস জাফর।
এখনও অবধি যা খবর, এই নতুন সুপারহিরো ছবিটির নাম 'সুপার সোলজার'। ছবির গল্প সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে সেই সুপারহিরো কি কোনও পুরুষ চরিত্র নাকি নারী চরিত্র, তা খোলসা করেননি পরিচালক আলি আব্বাস জাফর। একইসঙ্গে পরিচালক বলেন, ছবিটি তিনি আরও আগেই করার কথা ভেবেছিলেন। তবে করোনা প্যান্ডেমিক, লকডাউনের জন্য গোটা বিষয়টি ঘেঁটে যায়।
সম্প্রতি অভিনেতা শাহিদ কাপুরকে নিয়ে 'ব্লাডি ড্যাডি' নামের একটি ছবি বানিয়েছেন আলি। সিনেমাটি মুক্তি পেয়েছে জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে। এই নিয়ে নির্মাতাদের উদ্দেশে তোপ দেগেছিলেন 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। বড় বড় বাজেটের সিনেমা একেবারে বিনামূল্যে দর্শকদের দেখিয়ে বলিউডকে কবরে পাঠানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিপাকে ‘আদিপুরুষ’! ছবি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে