শেষ আপডেট: 11th July 2023 14:42
দ্য ওয়াল ব্যুরো: তারকাদের জীবনের সঙ্গী বা সঙ্গিনী, পরিবারের লোকজনের খবর প্রায়ই সংবাদমাধ্যম মারফত জানতে পারেন সাধারণ মানুষ। তবে সেলিব্রিটিদের (katrina kaif praises manager) প্রেমিক বা পোষ্যর খবর পেজ থ্রি-এর পাতায় এলেও আড়ালে থাকেন সেই মানুষগুলো যাদের সঙ্গে আসলে সবচেয়ে বেশি সময় কাটান এই তারকারা।
শ্যুটিংয়ের তারিখ নির্ধারিত করা থেকে ব্যক্তিগত সুযোগ সুবিধার খেয়াল রাখা প্রতিটি ক্ষেত্রে সহকারীরাই হয়ে ওঠেন তারকাদের ছায়াসঙ্গী। যদিও তাঁদের অবদানের কথা এতদিন বিশেষ বলতে শোনা যেত না তারকাদের। তবে দিন হয়তো সত্যিই পাল্টাচ্ছে।
একটানা ২০ বছর ক্যাটরিনার সহকারী পদে রয়েছেন অশোক শর্মা। মঙ্গলবার তাঁর কর্ম জীবনের ২০ বছরে তাঁকে নিয়ে এক আবেগপ্রবণ লেখা লিখলেন অভিনেত্রী। ক্যাটরিনার কথায়, হাসিঠাট্টা থেকে কঠিন সময়ে মনোবল বাড়ানো, ক্যাটরিনাকে কেউ কোনও কটু কথা বললে সেই মনোকষ্টের অংশীদার হওয়া সবটাই করেছেন অশোক টানা ২০ বছর ধরে। সহকারী থেকে যেন পরিবারের একজন হয়ে উঠেছেন অশোক, তাই আগামী ২০ বছরও তাঁকেই সহকারী হিসেবে চান ক্যাট, জানা গেল অভিনেত্রীর ছবির ক্যাপশন থেকে।
প্রসঙ্গত, অশোক শর্মা ছাড়াও বলিউডে শাহরুখ খানের ম্যানেজার পুজা দাদলানীর নামও ইদানিং জানেন অনেকেই। এক্ষেত্রে উল্লেখ করা যায় টলিউডের অভিনেত্রী সোলাঙ্কি রায় বা স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামও। দিন কয়েক আগে সহকারীর সঙ্গে খারাপ ব্যবহার করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সোলাঙ্কি। অন্যদিকে অভিনেত্রী স্বস্তিকাও শিবপুর ছবির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁর সহকারীকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। সব মিলিয়ে সহকারীরা পেশাগত পরিচয় ছাড়িয়ে ধীরে ধীরে হয়ে উঠছেন তারকাদের ঘরের লোক আর তারকারাও তাঁদের জনসমক্ষে নিয়ে আসছেন নির্দ্বিধায় সেটা প্রমাণ করে দেয় তারকারাও আর অতীতের তারকাসুলভ আচরণে নিজেদের বন্দি করে রাখতে চাইছেন না। ।
‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি’, ‘বাঘা যতীন’-এর শ্যুটিং শেষে কেন বললেন দেব