শেষ আপডেট: 27th January 2025 23:37
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলায় বর্তমানে চলছে ব্যাপক প্রস্তুতি। যেখানে লাখো পুণ্যার্থীর ভিড় জমছে, সেখানেই নাকি পুণ্যস্নানে গিয়েছেন বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে, যা এখন নেট দুনিয়ায় চর্চার বিষয়। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন যেখানে বহু তারকাকে মহাকুম্ভ মেলায় দেখা যাচ্ছে, সেখানে কি তবে ক্যাটরিনা-ভিকিও গেলেন?
ইনস্টাগ্রামে তিনটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ক্যাটরিনা ও ভিকি কুম্ভ মেলায় পূণ্যস্নান করছেন। ছবিগুলো শেয়ার হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গেছে, এবং সেখানে ক্যাটরিনাকে কমলা শাড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে, তার খোলা ভেজা চুলগুলি ঘাড়ে পড়ছে। ভিকি কৌশলও তাঁর পাশে রয়েছেন।
তবে, এই ছবিগুলি বাস্তবের নয়, এআই টুল দিয়ে তৈরি করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ফলে অধিকাংশ নেটিজেনই মনে করছেন, তাঁরা দু'জনে গিয়েছেন মহাকুম্ভে সামিল হবে। যদিও তা সত্য নয়।
প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে প্রতিদিন হাজার হাজার মানুষ পুণ্যস্নান করতে আসছেন। এই বছর ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ, এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত ১২ কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই যোগ দিয়েছেন। বিশেষ করে ২৯ জানুয়ারি ‘মৌনী অমাবস্যা’ উপলক্ষে এখানে আরও বেশি পুণ্যার্থীর উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।