শেষ আপডেট: 9th December 2021 09:51
দ্য ওয়াল ব্যুরোঃ রাজস্থানের সওয়াই মাধোপুরের দুর্গে বসেছে রাজকীয় বিয়ের আসর। চার হাত এক হচ্ছে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের। বি-টাউনের আকাশে বাতাসে এখন শুধু একটাই চর্চা, ভি-ক্যাটের বিয়ে। নতুন তারকা দম্পতি পেতে চলেছে বলিউড। কিন্তু ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের এই প্রেমের সম্পর্ক, তারপর সেখান থেকে বিয়ে, সবটাই আগাগোড়া রহস্যে মোড়া। সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে সেভাবে মুখ খোলেননি দুজনের কেউই। তাঁদের খুব বেশি একসঙ্গে দেখাও যায়নি। গুঞ্জন বলিউডের হাওয়ায় ভাসে। তা থেকেই অনুরাগীরা জেনেছিলেন এই দুই তারকার মধ্যে গড়ে উঠেছে কোনও সম্পর্ক। একসঙ্গে কোনও ছবিতেও অভিনয় করতে এখনও পর্যন্ত দেখা যায়নি ভিকি-ক্যাটরিনাকে। তাহলে কীভাবে শুরু হল তাঁদের এই বন্ধুত্ব? বন্ধুত্ব, যার জল গড়াল একেবারে বিয়ের পিড়ি পর্যন্ত? বি-টাউনে ঘুরছে নানা কথা। শোনা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার প্রেমের পিছনে আসল কারণ করণ জোহর। করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ ২০১৯ সালে একবার অতিথি হয়ে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। সেসময় করণ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, বলিউডে কার সঙ্গে কাজ করতে চান তিনি? https://youtu.be/OfUuxtgAngc উত্তরে ক্যাটরিনা ভিকির নাম নিয়েছিলেন। বলেছিলেন, তাঁকে আর ভিকিকে একসঙ্গে দারুণ মানাবে। পরে ভিকি কৌশলও আলাদা একটি শো-তে এসেছিলেন করণের কাছে। তখন তাঁকে ক্যাটরিনার ইচ্ছের কথা জানান করণ। তা শুনে ভিকি কৌশল আপ্লুত হয়েছিলেন। বেশ অবাকও হয়েছিলেন। বলিউডে গুজব, তারপর থেকেই হয়তো ভিকি ক্যাটরিনার সম্পর্ক তৈরি হয়েছে, ধীরে ধীরে যা আরও গভীরতা পেয়েছে। সেদিক দিয়ে দেখতে গেলে করণ জোহর এই তারকা জুটির কিউপিড হয়ে দেখা দিয়েছিলেন, বলাই যায়। https://youtu.be/pL1mnKt4J08 এরপর ‘ফিল্ম কম্প্যানিয়নস টেপ কাস্ট’ নামের এক শো-তে একসঙ্গে হাজির হয়েছিলেন ভিকি ক্যাটরিনা। ওই চ্যাট শো-তে দুজন দুজনের সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করেন, পরিবারের খোঁজখবর নেন। এরপর একাধিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গেছে, নানা খুনসুঁটিও করেছেন দুজনেই। তবে প্রকাশ্যে কখনও নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি। একবার নাকি এক অনুষ্ঠানে ভিকি ক্যাটরিনাকে বলেছিলেন, আরেকটা ভিকি কৌশল খুঁজে নিয়ে তাঁকেই বিয়ে করতে। বেশ কিছু দিওয়ালি পার্টিতে একসঙ্গে গিয়েছেন তাঁরা। গতবছর কোভিডের সময় বেশ কয়েকবার ভিকি কৌশলকে দেখা গেছে ক্যাটরিনা কাইফের বাড়ি যেতে। তবে এখনও পর্যন্ত নিজেদের বিয়ের খবরটাই তাঁরা নিশ্চিত করেননি কোথাও।