
সঙ্গীর ফোন চেক, বাথরুমে কান্না– কী না করেছেন ক্যাটরিনা! ভালবাসা দিবসে খুলে গেল আগল
দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা দিবসের দিন নিজের জীবনের গোপন কথা খোলসা করলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। তাও আবার বন্ধুদের সঙ্গে ‘নেভার হ্যাভ আই এভার’ খেলতে বসে। আর সেই খেলার আসরে ক্যাট সুন্দরী যেভাবে একের পর এক গোপন কথা বললেন, তা শুনে চক্ষু চড়কগাছ হবে যে কারও। তিনি যে মাঝেমধ্যেই নিজের পার্টনারের ফোন চেক করেন, জানিয়েছেন সে কথাও।
এমনিতে ভিকি-ক্যাটরিনাকে বিভিন্ন অনুষ্ঠান বা বিশেষ দিনগুলি একসঙ্গেই উদযাপন করতে দেখা যায়। তবে প্রেমদিবসে (Valentines Day) দু’জন কী করবেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ঠিক তার আগেরদিন ক্যাটরিনা তাঁর বান্ধবী মিনি মাথুর এবং করিশ্মা কোহলির সঙ্গে একটি এমন খেলা খেলতে বসেছিলেন, যেখানে প্রকাশ্যে এসেছে তাঁদের জীবনের গোপন বেশ কিছু কথা।
ইনস্টাগ্রামে ক্যাটরিনার সৌন্দর্য প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, ক্যাট তাঁর বান্ধবীদের সঙ্গে সেই খেলায় মেতেছেন। প্রত্যেকে এক চামচ করে কেক খেয়ে নিজেদের জীবনের একটি করে গোপন সত্যি প্রকাশ করছেন তাঁরা।
আর সেই খেলা চলাকালীনই ক্যাটরিনার স্বীকারোক্তি, তিনি তাঁর পার্টনারের ফোন চেক করেছেন। এরপরই মিনি বলেন, “ভিকি তুমি এবার নিজের পাসওয়ার্ড পাল্টে নাও।” তখন পাল্টা ক্যাটরিনা বলেন, “যদিও এখন আমি অনেক বদলে গেছি। নিজেকে এসব কাজ করা থেকে সামলে নিয়েছি। কেউ যদি আমার ফোন খুলে পাশেও রাখেন, তাও আমি দেখব না। আমি এখন অনেক বুদ্ধিমান।”
তারপরই ক্যাটরিনা বলেন, তিনি একবার দীপাবলির পার্টিতে নিজের বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে হাপুস নয়নে কেঁদেছিলেন। এদিকে তখন বাড়িতে ভর্তি অতিথি। কিন্তু কাউকে কিছু বুঝতে দেননি অভিনেত্রী। এই খেলায় ক্যাটরিনা এও স্বীকার করে নিয়েছিলেন যে, শ্যুটিংয়ের সময় তিনি নিজেকে নিয়ে পরিচালককে একবার মিথ্যা কথাও বলেছেন। তখন ২০০৯ সাল। নিউইয়র্ক ছবির কাজ চলছিল। সেই সময় পায়ে ব্যথা পাওয়ার মিথ্যা অজুহাত দিয়েছিলেন ক্যাটরিনা।
গৌরীকে দেওয়া ভ্যালেন্টাইন্স ডে-র প্রথম উপহার ছিল… ৩৪ বছরের পুরনো স্মৃতি হাতড়ালেন শাহরুখ