শেষ আপডেট: 28th March 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: মার্চ-এপ্রিলের এই সময়টা উত্তরবঙ্গ এমনই মনোরম। প্রকৃতি যেন দুই হাত ঢেলে সাজিয়ে দেয় তাকে। আর সেখানেই বেশ কিছু দিন ধরেই দেখা যাচ্ছে এমন দুই মানুষকে বলিউড থেকে দক্ষিণী ছবিতে যাদের ভক্তসংখ্যা অগুণতি।
কার্তিক আরিয়ান ও শ্রীলীলা-- এমনিতেই তাঁদের প্রেমের গুঞ্জনে এই মুহূর্তে ছয়লাপ বলিউড। এবার তাঁরাই কয়েকদিনের ঠিকানা বানিয়েছেন শিলিগুড়ির জনবহুল রাস্তা, ডুয়ারসের নৈসর্গিক দৃশ্য, আর দার্জিলিংয়ের পাহাড়ে। কখনও অজানা স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে মাতছেন মজায় আবার কখনও বা চা বাগানকে সাক্ষী রেখে একে অপরের চোখে বুঁদ হয়ে আছেন তাঁরা।
সেই ছবিই এখন সমাজমাধ্যমে ভাইরাল। উপলক্ষ্য কী? আসছে অনুরাগ বসুর নতুন ছবি। বাংলার ছেলে অনুরাগের বরাবরই বাংলার প্রতি আকর্ষণ প্রবল। সে 'বরফি' হোক বা এই নতুন ছবি-- তাঁর সিনেমায় ঘুরেফিরে আসে বাংলার মাটি, বাংলার প্রকৃতি।
এবারেও শিমলা-কুলুকে বুড়ো আঙুল দেখিয়ে গোটা টিম নিয়ে তিনি চলে এসেছেন এই বাংলাতেই। সঙ্গে তাঁর দুই নায়ক-নায়িকা। পরিচালক না চাইলেও তাঁদের ছবি ভাইরাল হচ্ছে রোজই। খোদ কার্তিক আরিয়ানও তাঁর ও শ্রীলীলার এক ছবি শেয়ার করেছেন। লিখেছেন, 'তুই আমার জীবন'। অনুরাগের এই নতুন ছবির নাম এখনও ঠিক হয়নি। শ্রীলীলার জায়গায় এই ছবিতে অভিনয় করার কথা ছিল তৃপ্তি দিমরির। তবে তিনি বাদ পড়েছেন। শোনা যাচ্ছে, তাঁর মুখের মধ্যে সেই সারল্য নাকি খুঁজে পাননি অনুরাগ। কার্তিক ও শ্রীলীলা এক্কেবারেই নতুন জুটি। দর্শকদের এই 'ফ্রেশ পেয়ার' কতটা পছন্দ হয় এখন সেটাই দেখার।