শেষ আপডেট: 14th December 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইতে আয়োজিত আর কে ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান, সইফ আলি খান এবং করিনা কাপুর খানকে একসঙ্গে দেখা গিয়েছে। তাঁরা যে সময় আড্ডায় মত্ত ছিলেন, তখনই ক্যামেরায় ধরা পড়েছেন তাঁরা। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, কার্তিক, সইফ ও করিনাকে তাঁর ব্লকবাস্টার সিনেমা 'ভুলভুলাইয়া ৩' তৈমুর আলি খানকে দেখানোর কথা বলছেন।
তৈমুর আলি খানের কথা উল্লেখ করে তিনি বলেন, 'তৈমুর কো তো দিখাও…' এর আগে করিনা জানিয়েছিলেন, তাঁদের বড় ছেলে তৈমুর কার্তিকের ভুলভুলাইয়া ২-এর বড় ভক্ত। তারপরেই কার্তিককে এই কথা বলতে শোনা যায়।
View this post on Instagram
২০২২ সালে একটি সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, 'তৈমুর 'ভুলভুলাইয়া ২' দেখে মুগ্ধ হয়েছিল। এটি ছিল তাঁর দেখা প্রথম হিন্দি ছবি। সে সাইফের সঙ্গে গিয়েছিল সিনেমাটি দেখতে এবং সিনেমাটি দেখে খুব মজা পেয়েছিল।' ২০২২ সালে মুক্তি পাওয়া কার্তিক, কিয়ারা আডবাণী ও টাবু অভিনীত এই হরর-কমেডি বিশ্বজুড়ে ২৬০ কোটি টাকা আয় করে এবং নেটফ্লিক্সে হিট হয়। ২০২৪ সালে মুক্তি পাওয়া 'ভুলভুলাইয়া ৩'-এর সাফল্য আরও বড়। ছবিটি বিশ্বব্যাপী ৪২১ কোটি টাকা আয় করেছে।
পিভিআর ইনক্স লিমিটেড এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আর কে ফিল্ম ফেস্টিভ্যাল কিংবদন্তি রাজ কাপুরের সিনেমার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে। তিন দিনের এই উৎসব রাজ কাপুরের বিখ্যাত চলচ্চিত্র আওয়ারা, শ্রী ৪২০ এবং মেরা নাম জোকার-এর প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়। উৎসবটি ভারতের ৪০টি শহরের নির্বাচিত প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে।