বৃহস্পতিবার এক পোলো ম্যাচ চলাকালীন আকস্মিকভাবে হার্ট অ্যাটাক (Heart Attack) হয় তাঁর। দ্রুত চিকিৎসা শুরু হলেও তাঁকে আর বাঁচানো যায়নি। সঞ্জয়ের বয়স হয়েছিল ৫৩ বছর।
করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় প্রয়াত
শেষ আপডেট: 12 June 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: শিল্পপতি ও বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কপুর (Sanjay Kapoor) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন (Karishma Kapoor Husband Death)। বৃহস্পতিবার এক পোলো ম্যাচ চলাকালীন আকস্মিকভাবে হার্ট অ্যাটাক (Heart Attack) হয় তাঁর। দ্রুত চিকিৎসা শুরু হলেও তাঁকে আর বাঁচানো যায়নি। সঞ্জয়ের বয়স হয়েছিল ৫৩ বছর।
সোনার কমস্টারের চেয়ারম্যান সঞ্জয় কপুর ভারতের অটো পার্টস শিল্পের অন্যতম সফল উদ্যোক্তা ছিলেন। পাশাপাশি পোলো খেলায় তাঁর গভীর আগ্রহ ছিল। দেশের বিভিন্ন প্রান্তে এবং আন্তর্জাতিক স্তরেও নিয়মিত এই খেলায় অংশগ্রহণ করতেন তিনি। পোলো খেলাকে এগিয়ে নিয়ে যেতে পৃষ্ঠপোষকতা ও সংগঠক হিসাবেও সক্রিয় ছিলেন কপুর।
তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে কর্পোরেট মহল, বলিউড ও ক্রীড়া জগৎ। প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর ও তাঁদের দুই সন্তান এই দুঃসংবাদে এই খবরে গভীরভাবে মর্মাহত।
কপুর পরিবারের তরফে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। দিল্লিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। ঘনিষ্ঠ আত্মীয়-পরিজনরা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।