Latest News

১৮ মাস বয়সেই ছেলে ক্যামেরা ফ্রেন্ডলি, চিন্তায় মা

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের খুদেদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তৈমুর আলি খান। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণই প্রায় ট্রেন্ডিংয়ে সে। তৈমুরের ছুটি কাটানোর ছবি, কিংবা কোনও মজা ভিডিও বা প্রথম স্কুলে যাওয়া সবেতেই মাতেন নেটিজেনরা। কিন্তু ছোটে নবাবের এমন জনপ্রিয়তা নিয়ে খানিক চিন্তায় রয়েছেন মা করিনা কাপুর।

করিনা বলেছেন, তৈমুর যেখানেই যায় সেখানেই পাপারাৎজি তার সঙ্গী। ১৮ মাস বয়সেই ছেলে এতটা ক্যামেরা ফেন্ডলি সেটা বেশ চিন্তাতেই ফেলে সইফ এবং করিনাকে। করিনা বলেন, মা-বাবা হিসেবে আমরা সবসময়েই চাই তৈমুর আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই বড় হোক। আমি বা সইফ কেউই তো এ ভাবে বড় হইনি। তাই আমরা চাই না তৈমুর তার স্বাভাবিক ছোটবেলাটা হারিয়ে ফেলুক।

কিন্তু মিডিয়া যেভাবে সারাদিন তৈমুরকে ঘিরে রাখে এটা কিন্তু সইফিনার একেবারেই না পসন্দ। করিনা জানিয়েছেন, কাউকে তো আমরা ঘরে আটকে রাখতে পারি না। তৈমুর এখন একেবারেই ছোট। তাই ওকে বাড়িতে আটকে রাখা তো সম্ভব নয়। কিন্তু ওর চারপাশে সারাক্ষণ যা হচ্ছে সেটা নিয়ে আমি আর সইফ বেশ চিন্তাতেই থাকি। বড় হলে ওকে পুরোটা বুঝিয়ে বলবো আমরা। কিন্তু এখন ওর বয়স মাত্র ১৮ মাস। আর এই বয়সেই যেভাবে চিত্র সাংবাদিকদের ডাকে তৈমুর পোজ দিচ্ছে সেটা আমাদের যথেষ্ট চিন্তায় ফেলেছে।

You might also like