শেষ আপডেট: 10th November 2024 14:38
দ্য ওয়াল ব্যুরো: করিনা কাপুর খান, বরাবরই তাঁকে নিয়ে বলিউডের অন্দরমহলে চলে নানা চর্চা। কথায় আছে তাঁর কাছে নাকি গোটা বলিউডের খবর থাকে। তাই নাকি তিনি খুব একটা সব কিছু ছেড়ে নিজের অজান্তে সময় কাটাতে পছন্দ করেন না। তবে এবার সইফ আলি খান, দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন করিনা কাপুর।
দীপাবলিতে মুম্বই ছেড়ে সেখানেই একান্তে কাটিয়েছেন করিনা। সইফ আলি খান, করিনা কাপুর, তৈমুর এবং জেহ-র দিওয়ালি ছিল এবারে এক্কেবারে আলাদা। তবে উৎসবের মরশুম কাটতেই তাঁরা ফিরে আসেন মুম্বইতে। শহরে পা রাখতেই একসঙ্গে ফ্রেমবন্দি হয় গোটা পরিবার।
দেখা যায়, মা আর দুই ছেলে একেবারে ম্যাচিং জামায় সেজেছে। করিনা তাঁর নল ডেনিমের সঙ্গে পরেছেন টাই অ্যান্ড ডাই শার্ট। আর যার সঙ্গে রং মিলিয়ে জেহ ও তৈমুরেরও টাই অ্যান্ড ডাই করা প্যান্ট-টি শার্টের সেট। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘুরতে গিয়েও যে ছবি তোলা হবে না, এমনটা তো হতে পারে না।
ফলে ছুটি কাটিয়ে আসতে না আসতেই একের পর এক ছবি পোস্ট করতে থাকেন করিনা। নো মেকআপ লুকে বিকিনি পরিহিত অভিনেত্রী নজর কেড়েছে বলিউডের অন্য তারকাদেরও। সেই সঙ্গে নেটিজেনদেরও ভালবাসা ছড়িয়ে পড়েছে কমেন্ট বক্সে।
View this post on Instagram
অনেকগুলো ছবিই শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তবে তার মধ্যে হলুদ বিকিনি পরে একটি ছবি রয়েছে, যা বর্তমানে চর্চার তুঙ্গে। চোখে সানগ্লাস। দেখেই মনে হচ্ছে সমুদ্র সৈকতে বসে রোদ পোহানো বেশ উপভোগ করছেন বেবো। বলিউডের অন্যান্য অভিনেত্রীরা তাতে কমেন্ট করেছেন।
এদিকে কমলা রঙের শর্টস পরে বিলাসবহুল ইয়টে বসে থাকতে দেখা গিয়েছে সাইফকেও। দম্পতিকে দেখা গেলেও তৈমুর আর জেহকে কোনও ছবিতেই দেখা যায়নি। নেটিজেনদের কমেন্টে ভোরে গিয়েছে। একজন লিখেছেন, '৪৪ বছরের বেবোকে দেখে চোখ ফেরানো দায়'। আরও একজন লিখেছে, 'হট টু হ্যান্ডল'।