শেষ আপডেট: 14th November 2023 21:48
দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সালে প্রেমিক সইফ আলি খানকে বিয়ে করেছিলেন অভিনেত্রী করিনা কাপুর। তবে অনেকেই হয়তো জানেন না, বিয়ের আগে পাঁচ বছর লিভ ইনে ছিলেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা জানালেন এতবছর লিভ ইনের পর কেন তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিলেন! কেন সন্তানদের জন্মের পর বলিউডের ফিল্মি পার্টিতে যাওয়া কমিয়ে দিয়েছেন, সে কথাও খোলসা করেছেন অভিনেত্রী।
কিছুদিন আগেই এক বিনোদন পত্রিকায় প্রকাশিত হয়েছে অভিনেত্রী করিনা কাপুর খানের একান্ত সাক্ষাৎকার। সেখানে তাঁকে বিয়ে এবং সংসার নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে করিনা বলেন, “আমাদের বিয়ের একমাত্র কারণ হল, আমরা দু’জনেই বাচ্চা চেয়েছিলাম। আমার মনে হয়, আজকাল সবাই বাচ্চা চেয়েই বিয়ে করে। নাহলে তো লিভ ইনেই থাকা যায়। আমরা পাঁচ বছর লিভ ইনের পর এই পদক্ষেপ করেছিলাম।”
করিনা অভিভাবকত্ব নিয়েও এই সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন। তিনি বলেন, “অভিভাবকত্বে এটা ঠিক, এটা ভুল—এরকম কোনও ব্যাপার নেই। আমরা বাচ্চাদের নিজের মতো করে বেড়ে উঠতে দিচ্ছি। নিজেদের জীবনের পথ নিজেরাই খুঁজে বের করবে। আমরা শুধু ওঁদের এই জার্নিটার সঙ্গে থাকতে চাই। আমরা যদি বাচ্চাদের আনন্দে রাখতে পারি, তবেই ওরা ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারবে।”
করিনা কাপুর এরপর আরও বলেন, “আমার জগতটা এখন অনেক ছোট। খুব নির্বাচিত কয়েকজনকে নিয়েই এখন আমার জীবন চলে বলা যায়। তবে একবার যারা আমার এই জগতে চলে আসে, তাঁদের সহজে যেতে দিইনা। হাতেগোনা কয়েকজনের মধ্যেই এখন থাকতে ভালবাসি। তাই বলিউডের পার্টিগুলিতেও আমায় এখন আর সেভাবে দেখা যায় না। কারণ এগুলো এখন বেশ অপছন্দ করি আমি।”