শেষ আপডেট: 24th April 2022 07:28
Kareena Kapoor Khan: 'বন্ধ করো!' পাপারাজ্জিদের দিকে তেড়ে গেল তৈমুর! করিনার ছেলের এ কী মূর্তি, দেখুন ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শেষটা নিজেদের মতো করে আনন্দে কাটিয়েছে পতৌদি পরিবারের খুদে সদস্যরা। তৈমুর আলি খান (Taimur Ali Khan), জেহ আলি খান- দুই ছেলেকে নিয়ে সইফ আর করিনা কাপুররা (Kareena Kapoor Khan) ঘুরতে গিয়েছিলেন। সেখানে দারুণ মজাও করেছেন তাঁরা। কিন্তু তৈমুরের তো বরাবরের সঙ্গী ক্যামেরা। পাপারাজ্জিদের দেখে এবার মেজাজ হারাল করিনার ছেলে।

আরও পড়ুন: আইপিএলের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ২৩ এপ্রিল! কেন?
তৈমুরের বয়স সবে পাঁচ বছর। তবে তাঁর জন্ম থেকেই ক্যামেরা তাক করা রয়েছে করিনা কাপুরের বড় ছেলের দিকে। সে কী করল, কখন কোথায় গেল, কবে প্রথম কথা বলতে শিখল, সবটাই ফাঁস হয়ে যায় (Kareena Kapoor Khan)। শনিবার বাবা মা আর ভাইয়ের সঙ্গে তৈমুর যখন ঘুরতে গিয়েছিল, তখনও তার পিছু নিয়েছিল পাপারাজ্জিদের ক্যামেরা। যা দেখে বিরক্ত হয়ে ওঠে একরত্তি। রেগে ক্যামেরার দিকে তাকিয়ে বলে ওঠে ‘বাস কারো’ (বন্ধ করো)।
এই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে করিনা সইফ দুজনেই রয়েছেন তৈমুরের সঙ্গে। তাঁদের ছোট ছেলে জেহ ওরফে জাহাঙ্গির একটি ছোট খেলনা গাড়ি চালাচ্ছে নিজেই। তৈমুরকে ক্যামেরার দিকে হাত দেখিয়ে ওই ভিডিওতে চেঁচিয়ে উঠতে দেখা গেছে। এবার যেন পাপারাজ্জিরা তাঁদের একা ছেড়ে দেন, সেই নির্দেশ স্পষ্ট ছোট্ট ছেলেটার গলায়।
নেটিজেনরা এই ঘটনাকে মজার ছলেই নিয়েছেন। পাঁচ বছরের তৈমুরের এই কীর্তি দেখে মজা পেয়েছেন অনেকেই। তবে অনেকেই আবার বলছেন, সত্যিই ওঁদের কিছু ব্যক্তিগত পরিসর রয়েছে, তাকে সম্মান করা দরকার। তারকা বলেই সবসময় ক্যামেরা নিয়ে পিছনে ধাওয়া করা উচিত নয়।