শেষ আপডেট: 6th October 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান। তিনি বলিউডের সেই সব অভিনেত্রীদের মধ্যে পড়েন যাঁরা সবসময় নায়কদের সমতুল্য পারিশ্রমিকের দাবিতে সরব হয়েছেন। নিজের মতো করেই বাঁচতে ভালবাসেন। নেপোটিজমের প্রসঙ্গে উঠলেই তাঁর নাম আসে সবার আগে। এত রোজগারের পরেও কেন তাঁকে খুব স্ট্রাগল করে দিন কাটাতে হয়? এবার সেনিয়েই মুখ খুললেন বেবো।
কেরিয়ারে মধ্যগগণে থাকাকালীন বিয়ে করেন। সন্তান হওয়ার পরেও কাজ ছাড়েননি। অন্তঃসত্ত্বা থাকাকালীন কাজ করেছেন আবার বিরতি নিয়ে ফের কাজে ফিরেছেন। এক কথায় চলতি সব ধারণাকেই ভেঙেছেন। বলিপাড়া সূত্রে খবর, ছবি পিছু নাকি ১০- ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বেবো। তবু তিনি নাকি কষ্টে দিন কাটাচ্ছেন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ১০- ১৫ কোটি টাকা পারিশ্রমিকের কথা জিজ্ঞেস করা হলে অভিনেত্রী বলেন, 'আশা করব আপনি যে অঙ্কের কথা বলছেন সেটা ঠিকই হবে। তবে কখনওই আমি পারিশ্রমিকের কথা ভেবে কাজ করি না। চরিত্র আর গল্প দু'টোই যখন মনে ধরে, তখনই সেই প্রস্তাব রাখি। কখনও কখনও এমন হয়েছে, চরিত্রটা মনে ধরেছে, তাই পারিশ্রমিক কম করে দিয়েছি।'
সেই প্রসঙ্গেই বেবো মজা করে সাক্ষাৎকারে বলেন, 'আমি যদি এত বেশই পারিশ্রমিক পেতাম। তাহলে আমাকে এভাবে কষ্টে দিন কাটাতে হত না। এখনও আমি আমার স্বামীর বাড়িতেই থাকি। আপনারা বলছেন এত টাকা পারিশ্রমিক নিই। দেখুন কেমন কষ্ট করে স্বামী ফ্ল্যাটে বসেই সাক্ষাৎকার দিচ্ছি। নিজের একটা এত বড় ফ্ল্যাটও নেই।'