
বাচ্চা মেয়ের সঙ্গে ‘অভব্য’ আচরণ করিশ্মা-করিনার! দুই বোনকে ধুয়ে দিলেন নেটিজেনরা
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। পিছনে ফটোগ্রাফাররা ডাকতেই ঘুরে দাঁড়ান দুই বোন তথা বলিউডের তাবড় দুজন অভিনেত্রী করিশ্মা কাপুর (Karisma Kapoor) এবং করিনা কাপুর (Kareena Kapoor)। সেইসময়েই একটি বাচ্চা তাঁদের দেখতে পেয়ে ছবি তুলতে ছুটে আসে। কিন্তু বাচ্চাটিকে পাত্তা না দিয়েই দুজন সটান বাড়ির ভিতরে ঢুকে যান। এই নিয়েই এবার তোলপাড় সোশ্যাল মিডিয়া। দুই বোনকে ‘অহঙ্কারি আন্টি’ বলতেও পিছপা হননি নেটিজেনরা।
এমনিতে বহু বলিউড তারকাই ছবি তুলতে খুব একটা পছন্দ করেন না। তবে বাচ্চাদের সঙ্গে অন্তত পোজ দিয়ে ছবি তোলেন। কিন্তু বৃহস্পতিবার বান্দ্রায় নিজেদের বাবার বাড়ির সামনে তাঁরা দুজন যেই কাণ্ডটি ঘটিয়েছেন, সেটাকে অন্তত ক্ষমার দৃষ্টিতে দেখছেন না কেউই। ওই বাচ্চা মেয়েটিকে উপেক্ষা করে যেভাবে দুই অভিনেত্রী হেঁটে বাড়ির ভিতরে ঢুকে যান, তা নিয়ে ইতিমধ্যে নিন্দেমন্দ শুরু হয়েছে।
ঘটনার ভিডিও গতকালই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এরপরই এক নেটিজেন পোস্টের নীচে লেখেন, ‘অহঙ্কারি দুই বোন। বাচ্চাটি শুধু ছবিই তুলতে এসেছিল। তাকে এভাবে কষ্ট দেওয়ার কোনও দরকার ছিল না।’ আর একজন লেখেন, ‘খুবই নিম্ন রুচি দুই অভিনেত্রীর। বাচ্চাটার সঙ্গে একটা ছবি তুললে কী এমন ক্ষতি হতো!’ করিশ্মা ও করিনার নিন্দা করে আরও এক নেটিজেন লেখেন, ‘এঁরা ভাল অভিনেত্রী হতে পারে, তবে ভাল মানুষ হওয়ার ক্ষমতা নেই। নিজেদের নামের দম্ভে এঁরা শেষ হয়ে যাবে।’
স্বস্তিকার কানে কাপড় মেলার ক্লিপ! দস্যুর মতো ভালবাসা চাইলেন অভিনেত্রী