Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বললেন বিচারপতি, কাগজে বিজ্ঞপ্তি দিতে নির্দেশটিম বাসে রোহিতের ছেড়ে যাওয়া সিট ‘বুক’ করলেন কুলদীপ, কিন্তু কেন? জানালেন নিজেইইরান-ইজরায়েল থেকে দেশে ফিরতে উদগ্রীব ভারতীয়রা, নীরব দিল্লিমহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কলম্বোয়'পোস্টিং কি মেধাভিত্তিক হয়, নাকি...' অনিকেতদের মামলায় রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্টবিধানসভার অধিবেশন পরিচালনার কাজে বাধা, সাসপেন্ড মনোজ-শঙ্কর, ওয়াকআউট বিজেপিরআমদাবাদের দুর্ঘটনায় মিলল বিমানের ককপিট ভয়েস রেকর্ডার, তদন্তে বড় অগ্রগতির আশাযান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কোনও সিদ্ধান্ত? দুর্ঘটনার কারণ খুঁজতে আমদাবাদে বোয়িং বিশেষজ্ঞরাইরান ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাচ্ছে সড়কপথে, আটকে ১০ হাজারের বেশি ছাত্রগুরুতর অসুস্থ আরও দুই অনশনকারী, যাঁদের একজন মহিলা! তবু আমরণ অনশনে অনড় চাকরিহারারা
শাহিদকে দেখেও দেখলেন না করিনা

প্রাক্তনকে উপেক্ষা! শাহিদকে দেখেও 'না দেখার ভান' করিনার

তারকাখচিত সন্ধ্যার ভিড়ে দেখা হল শাহিদ ও করিনার। কিন্তু দুজনেই দুজনকে এড়িয়ে গেলেন!

প্রাক্তনকে উপেক্ষা! শাহিদকে দেখেও 'না দেখার ভান' করিনার

শেষ আপডেট: 21 February 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হল দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস (ডিপিআইএফএফ) ২০২৪ অ্যাওয়ার্ড শো। সেই রেড কার্পেটে উপস্থিত ছিল গোটা বলিপাড়া। শাহরুখ খান, রানি মুখার্জি থেকে শুরু করে কে ছিলেন না!


সেই তারকাখচিত সন্ধ্যার ভিড়ে দেখা হল শাহিদ ও করিনার। কিন্তু দুজনেই দুজনকে এড়িয়ে গেলেন! প্রেম ভাঙ্গার পর বহু বছর কেটেছে। এখন দুজনেই সংসার, কাজ নিয়ে ব্যস্ত। তবুও কি কোথাও  কোনও দুর্বলতা রয়ে গেছে?

Viral video: Kareena Kapoor Khan ignores Shahid Kapoor at award show -  India Today
অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা গেল খোশ মেজাজে পরিচালক রাজ ও ডিকের সঙ্গে  গল্প করছেন শাহিদ। এমন সময় এসে পৌঁছল করিনা কাপুর খান। তিনি হেসে তাকালেনও করিনার দিকে। কিন্তু করিনা শাহিদকে দেখেও না দেখার ভান করে এগিয়ে গেলেন। শাহিদের পাশে দাঁড়িয়ে থাকা রাজ ও ডিকের সঙ্গে করিনা হেসে কথা বলেন। কিন্তু শাহিদকে কোনও পাত্তা দিলেন না। সেই ভিডিও ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। তারপর থেকেই শুরু হয় জল্পনা। দুজনের মুখ দেখেই বোঝা যায় দুজনেই প্রাক্তনকে দেখে একটু অস্বস্তিতে পড়েছেন। সেই অস্বস্তি থেকেই হয়তো করিনার এই উপেক্ষা!


২০০৪ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান দুজনে। ২০০৭-এ ওঁরা ঠিক করেন আর সম্পর্কে থাকবেন না। এই তিন বছরের সময়কালে একসঙ্গে বহু সিনেমা করেছেন। ‘জব উই মেট’, ‘ফিদা’, ‘চুপ চুপ কে’র মতো সিনেমায় স্ক্রিন শেয়ার করেন। বিচ্ছেদের পরেও ২০১৬-এ 'উড়তা পাঞ্জাব'-এ  অভিনয় করেন দুজনে যদিও কখনই এক ফ্রেমে আসেননি দু’জন।
শোনা যায় বিচ্ছেদের পর একে অপরের সঙ্গে বন্ধুত্বও নেই। করিনা বিয়ে করেছেন সইফ আলি খানকে। দুই সন্তানকে নিয়ে তাঁর ভরা সংসার। অন্যদিকে ২০১৫ সালে অ্যারেঞ্জ ম্যারেজ করেন শাহিদ। বিয়ে করেন মিরা কাপুরকে। দুই সন্তানকে নিয়ে চুটিয়ে সংসার করছেন শাহিদও।


ভিডিও স্টোরি