
সক্কাল সক্কাল মেকআপ ছাড়াই ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন করিনা। পরনে স্ট্রাইপ নাইটস্যুট। সাদা-কালো সেলফিতেই বোঝা যাচ্ছে পোশাকের স্টাইল। অন্তঃসত্ত্বা বলেই গালের পাশে বেবি ফ্যাট জমেছে। যদিও তাতে খুব একটা চিন্তিত নন তিনি। উল্টে ছবির ক্যাপশনে লিখেছেন, “পাজামা-ঢিলে শার্ট পরেই সোমবার কাটাচ্ছি। এই তো জীবন!”
করিনার হালচাল দেখে কেউ কেউ যেমন ভালবাসা জানিয়েছেন, অন্যদিকে আবার কেউ লিখেছেন, “তোমাকে দেখে হিংসে হচ্ছে। আমরা কাজ করছি, আর তুমি আয়েশে দিন কাটাচ্ছো! তবুও সাবধানে থেকো।” অনুগামীদের, কাছের মানুষদের মজাদার কমেন্টস দেখেও মনখারাপ কাটলো না করিনার। মনখারাপের কারণ জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
গতকাল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কমবয়সীবেলার একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। পরনে হলুদ রঙের সোয়েটার আর ডেনিম টাইট জিন্স। ছবি শেয়ার করে করিনা লিখেছেন, “কবে যে আবার পুরনো ফিগার ফিরে পাব! কবে আবার জিন্স পরব!” কয়েকটি হাসির ইমোজিও দিয়েছেন ছবির সঙ্গে। মোটা হয়েছেন বলে, প্রিয় পোশাক যে তিনি পরতে পারছেন না, তার জন্যেই মনখারাপ নায়িকার।
এখন আরামে কাটালেও প্রেগনেন্সির সময় তিনি অ্যাক্টিভ থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর মনোভাব প্রকাশ করে বলেছেন, “আমার কখনও কোনও নির্দিষ্ট প্ল্যান থাকে না। যখন যেটা মনে হয় করি। আর কে বলেছে, প্রেগনেন্ট হলে কাজ করা যাবে না! বরং আমি পরামর্শ দেব, প্রেগনেন্সির সময় বিশেষ করে আরও অ্যাক্টিভ থাকা উচিত। এতে সুস্থ সবল বাচ্চা জন্ম নেয়। মায়ের মনও ভাল থাকে। এমনকি ডেলিভারির পরেও, খানিকটা সুস্থ হয়েই কাজে ফেরা উচিত।” এই সমস্ত কথা, পরামর্শ তিনি তাঁর প্রথম বই ‘করিনা কাপুর খান’স প্রেগনেন্সি বাইবেল’-এও লিখেছেন।