শেষ আপডেট: 11th December 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে মুম্বই থেকে দিল্লি গেলেন রণবীর কাপুর, সঙ্গে ছিলেন স্ত্রী আলিয়া ভাট। দিল্লির উদ্দেশে রওনা দেন করিনা কাপুর খান ও সইফ সঙ্গে ছিলেন করিশ্মা কাপুর ও নীতু কাপুরও। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি তার একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে, যেখানে গোটা কাপুর পরিবারকে একত্রে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। তবে, এই প্রস্তুতি কেন?
আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্ণ হবে। সেই উপলক্ষে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত সেই বিশিষ্ট অভিনেতার ১০টি প্রথম সারির ছবি দেখানো হবে দেশের ৪০টি শহরের ১৩৫টি সিনেমা হলে। টিকিটের দাম ধার্য করা হয়েছে মাত্র ১০০ টাকা। তাই একে বলা হচ্ছে রাজ কাপুর@১০০।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রত্যেকেই ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন। আলিয়া ও করিনা এই দিনের জন্য বেছেছেন লাল রং। রণবীরের পরনে ছিল কালো ট্র্যাডিশনাল স্যুট, সইফ পরেছিলেন সাদা কুর্তা-পাজামা সঙ্গে বেইজ রঙের জওহর কোট। এদিকে আইভরি রঙের সালওয়ার স্যুট পরেছিলেন করিশ্মা ও নীতু।
সেখানেই একটি ছবি নেটিজেনদের নজর কেড়েছে। তাতে দেখা যাচ্ছে, করিনা সাক্ষর নিচ্ছেন নরেন্দ্র মোদীর। তৈমুর এবং জেহর জন্য এই অটোগ্রাফ নিচ্ছেন অভিনেত্রী। তা দেখে উৎফুল্ল নেটপাড়া। কারিনা কাপুর একটি লাল স্যুট পরেছিলেন, যার মধ্যে ফুলেল প্রিন্ট ছিল, এবং সাইফ আলী খান কুর্তা পায়জামায় বরাবরের মতো নজর কেড়েছেন।