শেষ আপডেট: 21st September 2023 13:55
দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকাদের ওটিটি-তে অভিনয় এখন আর তেমন কোনও নতুন বিষয় নয়। শাহিদ কাপুর থেকে বিদ্যা বালান অনেকেই ইতিমধ্যেই ওটিটি-তে বিভিন্ন সিনেমা বা সিরিজে অভিনয় করে ফেলেছেন। তবে এতদিন ওটিটি থেকে দূরেই ছিলেন বেবো। সেই দূরত্ব অবশেষে ঘুচল। সইফের পর এবার করিনাও নাম লেখালেন ওটিটি-তে। বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তি পেল করিনা কাপুরের প্রথম ওয়েব সিরিজ 'জানে জান'।
ফলে সব দিক দিয়েই চলতি বছরের জন্মদিনটা যে করিনার জন্য খুব স্পেশাল হয়ে থাকল এ বিষয়ে কোনও সন্দেহ নেই। 'জানে জান' ছবিতে একটি মার্ডার মিস্ট্রিতে দেখা যাবে করিনাকে। এই ছবিতে বেবোর পাশাপাশি বিজয় বর্মা রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
এই প্রথমবার সুজয় ঘোষের পরিচালনায় অভিনয় করলেন করিনা। সুতরাং ওটিটি ডেবিউ-এর জন্য যে বেশ ভেবেচিন্তেই গল্প বেছেছেন অভিনেত্রী তা স্পষ্ট। দীর্ঘ বেশ কিছু দিন ধরেই রুপোলি পর্দা থেকে দূরে ছিলেন করিনা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল আমির খানের সঙ্গে 'লাল সিং চাড্ডা' ছবিতে। তবে বি টাউনে নানা অনুষ্ঠান থেকে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার মুখ হিসেবে প্রায়ই দেখা মেলে করিনার। দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গিরের সঙ্গে বিভিন্ন সময়ে তাঁকে ছুটি কাটাতেও দেখা যায় ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই।
জন্মদিনের দিনটাও পরিবারের সঙ্গেই কাটানোর পরিকল্পনা রয়েছে বেবোর। তবে একই দিনে 'জানে জান' মুক্তি পাওয়ায় সে নিয়েও উত্তেজিত করিনা। জন্মদিন সেলিব্রেশনের পাশাপাশি চলছে প্রচারও। সারা আলি খান থেকে বলিউডের তারকারা অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। সব মিলিয়ে চলতি বছরের জন্মদিনটা কাজের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে রইল নবাব পরিবারের পুত্রবধূর কাছে।
ঋতাভরি সন্তানসম্ভবা! আচমকা সুখবর জানালেন অভিনেত্রী, নেটপাড়ায় গুঞ্জন শুরু