শেষ আপডেট: 21st September 2023 14:34
আজ বৃহস্পতিবার বলিউড নায়িকা করিনা কাপুরের (Kareena Kapoor birthday) জন্মদিন। একদিকে তিনি কাপুর পরিবারের আদরিণী কন্যা 'বেবো', অন্যদিকে পতৌদি পরিবারের বৌমা। কেরিয়ারের শুরু থেকেই করিনা হিট মেশিন (Kareena hit films)। স্মার্ট অভিনয়ের কারণে শুরু থেকেই তাঁর একের পর এক ছবি বক্স অফিসে সফল হয়েছে। রক্ষণশীল কাপুর পরিবারের মেয়ে হয়েও দুই বোন করিশমা (Karishma Kapoor) আর করিনা সিনেমার লাইনেই এসেছিলেন। কাপুর পরিবারের ছেলেদের জন্য ফিল্মে কেরিয়ার করা যত সাধারণ, মেয়েদের জন্য ততটাই কঠিন এবং অনভিপ্রেত ছিল।
তবে ফিল্মের দুনিয়ায় পা রাখার পর করিনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। স্টাইল, অভিনয় আর স্মার্টনেসের মিশেলে নিজগুণেই করিনা রুপোলি পর্দায় অদ্বিতীয়া হয়ে উঠেছিলেন।
কহো না প্যায়ার হ্যায়: হৃত্বিক রোশনের বিপরীতে করিনা কাপুরকেই নায়িকা হিসেবে চেয়েছিলেন রাকেশ রোশন। রণধীর কাপুর ও ববিতা কাপুরের কন্যাকে বন্ধু সহকর্মী রাকেশ রোশন তাঁর ছেলে হৃতিকের জন্য পছন্দ করেছিলেন। কিন্তু করিনা বা তাঁর বাবা-মায়ের ছবির চিত্রনাট্য পড়ে মনে হয় ছবিতে রাকেশ রোশন তাঁর ছেলেকে ফোকাস করছেন বেশি। মূল প্রাধান্য পাচ্ছেন হৃতিক। এই ছবি করিনার ডেবিউ ছবি হতে পারে না। তাই করিনা এই ছবি ছেড়ে দেন। এই ছবিতে করিনার জুতোয় পা গলিয়ে নবাগতা আমিশা প্যাটেল সারা দেশে বিশাল জনপ্রিয়তা পেয়েছিলেন। আমিশা যদিও পরে করিনার মতো স্টারডম ধরে রাখতে পারেননি।
হাম দিল দে চুকে সনম: সঞ্জয় লীলা বনশালী 'হাম দিল দে চুকে সনম' ছবির নায়িকা নন্দিনী চরিত্রে করিনা কাপুরকে লঞ্চ করার কথা ভেবেছিলেন। সলমনের বিপরীতে করিনাই ছিলেন তাঁর প্রথম পছন্দ। কিন্তু তখন করিনা পড়াশোনা করছেন। তাই ছবির জগতে এনে মেয়ের পড়াশোনা নষ্ট করতে চাননি ববিতা কাপুর। তাঁর বদলে নন্দিনীর চরিত্র করে ঐশ্বর্য রাই প্রথম সারির নায়িকার আসন ও প্রথম বিশাল স্টারডম পান। 'হাম দিল দে চুকে সনম' কার্যত ঐশ্বর্যর জীবনের মোড় ঘোরানো ছবি। এরপর আর ঐশ্বর্যকে পেছন ফিরে তাকাতে হয়নি। সলমন-ঐশ্বর্য প্রেম তখন মাখো মাখো, সেই প্রেমের ছায়া পর্দাতেও পড়েছিল। নন্দিনীর ওই আইকনিক চরিত্রে একেবারেই নতুন অল্পবয়সি করিনা কতটা মানানসই হতেন,স প্রশ্ন রয়েই যায়।
ফ্যাশন: করিনা কাপুর ছিলেন মধুর ভান্ডারকারের 'ফ্যাশন' (fashion) ছবির প্রথম চয়েস। করিনা ততদিনে ছবির জগতের ব্যস্ততমা নায়িকা। ডেট দিতে না পারায় 'ফ্যাশন' ছবি করিনার হাতছাড়া হয়। করিনার রোলটি লুফে নেন প্রিয়াঙ্কা চোপড়া।
কুইন: বিকাশ বহেল পরিচালিত কুইন ছবির নায়িকা হিসাবে প্রথমে ভাবা হয়েছিল করিনার (Kareena Kapoor) কথা । কিন্তু পরিচালক-প্রযোজকই পরে করিনাকে বাদ দিয়ে কঙ্গনা রানাউতকে নেন। বলা বাহুল্য, কুইন ছবিতে কঙ্গনার অভিনয় অনবদ্য, এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
কাল হো না হো: করণ জোহর 'কাল হো না হো' র ছবির নয়না চরিত্রটি করিনাকে প্রথমে অফার করেছিলেন। কিন্তু করিনা এই ছবির জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন। সেই কারণে নয়না চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব চলে যায় প্রীতি জিন্টার কাছে। পারিশ্রমিকের অঙ্কের কারণেই কালজয়ী এই ছবি হাতছাড়া হয়েছিল বেবোর।
রামলীলা: রামলীলা ছবিতে লীলা চরিত্রে বেশ কিছু দৃশ্যের শ্যুটিং পর্যন্ত করেছিলেন করিনা (Kareena Kapoor)। কিন্তু পরে হঠাৎ ছবিটি করতে অস্বীকার করেন তিনি। করিনা সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত এই ছবিতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। শোনা যায়, রামলীলায় অভিনয়ের সময়েই প্রেমে পড়েন রণবীর-দীপিকা।
ব্ল্যাক: সঞ্জয় লীলা বনশালীর যে ছবি সাড়া ফেলে দিয়েছিল, সেই 'ব্ল্যাক'-এর অফার শুরুতে গিয়েছিল করিনা কাপুরের কাছেই। কিন্তু করিনা সেই অফার প্রত্যাখ্যান করেন। আর সেই সুযোগ লুফে নেওয়ায় রানি মুখোপাধ্যায়ের অভিনয় জীবনের সেরা ছবি হয়ে যায় 'ব্ল্যাক'। অমিতাভ-রানির যুগলবন্দি বলিউডে 'কাল্ট' বললেও অত্যুক্তি হয় না।
চেন্নাই এক্সপ্রেস: শাহরুখ খানের বিপরীতে এই ছবির নায়িকা হওয়ার অফার প্রথমে যায় করিনার কাছে। ডেট দিতে না পারায় রোলটি চলে যায় দীপিকা পাড়ুকোনের কাছে।
শুদ্ধি: করণ জোহরের স্বপ্নের প্রোজেক্ট 'শুদ্ধি'র নায়ক নায়িকা চরিত্রে ভাবা হয়েছিল হৃত্বিক রোশন ও করিনা কাপুরকে। কিন্তু সেই সময় করিনার শরীর খারাপ বলে ডেট পিছিয়ে দেন। তবে শেষ অবধি ছবিটি আইনগত কারণে চিরতরে বন্ধ হয়ে যায়।