Latest News

করিনা- করণের ৯ মাস মুখ দেখা দেখি বন্ধ ছিল, কেন জানেন

দ্য ওয়াল ব্যুরো: বি-টাউনের বেবো আর সুপার হিট পরিচালক করণ জোহারের একসঙ্গে প্রচুর সিনেমা মুগ্ধ করেছে দর্শকদের। দুজনই বলিউডের নামী পরিবারের সদস্য। দুজনকে ফের একবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে ‘তখত’ ছবিতে। যদিও করোনা অতিমারীর কারণে ইতিমধ্যে পিছিয়ে গিয়েছে ছবির শ্যুটিং। কিন্তু অনেকেই জানেনা, বহু বছর আগে করণ এবং করিনার মধ্যে একটা বড় ঝগড়া হয়েছিল। এমনকি ৯ মাস একে অপরের সঙ্গে কথাও বলেননি!

এরপরই নাকি শাহরুখ খানের সমান পারিশ্রমিক মূল্য দাবি করে বসেন করিনা। করণ জানিয়েছেন, “মুঝলে দোস্তি কারোগে মুক্তির সপ্তাহের শেষে আমি ওকে কাল হো না হো-র জন্য অফার করি। কিন্তু শাহরুখ যতটা পারিশ্রমিক পাচ্ছে ও ততটাই পারিশ্রমিকের দাবি করে বসে। আমি বলি, ক্ষমা করো।”

এরপরই পরিচালক জানিয়েছেন, কীভাবে তিনি প্রীতি জিন্টার সঙ্গে চুক্তি করেন ছবির জন্য। ‘আমি খুব দুঃখ পেয়েছিলাম, আমার বাবাকে জানিয়েছিলাম। দর কষাকষির জন্য ওঁকে ফোন করেছিলাম। কিন্তু সেদিন ও ফোন তোলেনি। এরপরই আমি ঠিক করি, “আমরা আর ওর সঙ্গে এবিষয় কথা বলব না। এরপরই প্রীতি জিন্টার সঙ্গে চুক্তি করি। প্রায় একবছর আমি আর করিনা কথা বলিনি। এক বছর আমাদের একে অপরের সঙ্গে পার্টিতে দেখা হত। এটা খুব বোকার মতো ছিল। ও বাচ্চা ছিল; ও আমার থেকে প্রায় ১০ বছরের ছোট।”

তিনি আরো বলেন, ‘এরপরই নভেম্বরে কাল হো না হো- মুক্তি পায়। আমরা জুন, জুলাই, আগস্টে ছবিটির শুটিং করেছি এবং সেপ্টেম্বরে আমাদের গানের শুটিং করতে হয়েছিল, প্রোমো তৈরি করতে হয়েছিল ইত্যাদি। সুতরাং, আমাকে কাজে ফিরে যেতে হয়েছিল, তখন আমার বাবার নিউইয়র্কের চিকিৎসা চলছিল। সেই সময়ই আমাকে ফোন করেছিল কারিনা। আগস্ট মাস ছিল। আমরা টানা ৯ মাস কথা বলিনি। ও ফোন করে বলল, ‘আমি যশ আঙ্কেলের বিষয়ে শুনেছি।’ ফোনের ওপারে ও সত্যিই আবেগপ্রবণ হয়ে উঠেছিল এবং বলল, ‘আমি তোমাকে ভালোবাসি এবং আমি দুঃখিত যোগাযোগ না করার জন্য। চিন্তা করো না ’।

ধর্মা প্রোডাকশনের ব্যনারে একাধিক ছবি করেছেন করিনা। গুড নিউজ, এক ম্যায় অর এক তু, উই আর ফ্যামিলি, কুরবান, কভি খুশি কভি গম প্রমুখ।

You might also like