শেষ আপডেট: 11th January 2025 12:03
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার একটি জুয়েলারি ফ্যাশন শোতে বলিউড তারকারা হাজির হয়েছিলেন, তবে করণ জোহর ও সিদ্ধার্থ মলহোত্রাই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁদের ব়্যাম্পে হাঁটার একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আজিও লাক্স উইকেন্ডে তিয়ানি জুয়েলারির ‘গিল্ডেড আওয়ার’ শোকেসে দুজনেই ব়্যাম্পে হাঁটেন। করণের চেহারা আর সিদ্ধার্থের মজার মুহূর্ত দর্শকদের দৃষ্টি কেড়েছে।
View this post on Instagram
করণ জোহর ব়্যাম্পে হাঁটলেন সাদা রঙের একটি সিল্ক শার্ট, প্যান্ট ও লম্বা কোট পরে। তিনি যে বেশ অনেকদিন ধরেই ওজন কমানোর দিকে নজর দিয়েছিলেন, তা নেটপাড়ায় স্পষ্ট। তবে এবার তাঁর চেহারা নিয়ে নেটিজেনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কমেন্ট বক্স ভরে গিয়েছে বিভিন্ন কমেন্টে। কেউ বলেছেন, 'এ তো শকুনের মতো দেখাচ্ছে!', আবার কেউ তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ আবার তাঁর এই চেহারায় মুগ্ধ। হঠাৎ কেন তিনি রোগা হয়ে গিয়েছেন তা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে।
View this post on Instagram
সিদ্ধার্থ মলহোত্রা একটি নেভি ব্লু স্যুট পরে ব়্যাম্পে আসেন। তাঁর ডিপ ভি-নেক ব্লেজার থেকে উঁকি দিচ্ছিল টোনড অ্যাবস, আর তার নেকপিস পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছিল। ব়্যাম্পে করণের লং কোট খুলে তাঁর শার্ট ঠিক করে দেন সিদ্ধার্থ। এই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল।