Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে কান ধরে ওঠবোস: গ্রেফতার ২, ক্লোজ করা হল ওসিকেএবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তিNEET 2025: প্রায় ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষে রাজস্থানের মহেশ! প্রথম দশে নেই কলকাতার কেউদেশের বাতাবিলেবুর স্বাদ পেতে ঘরে ফিরেছিলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী রমেশের রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূল
Dostana 2 new cast

করণের 'দোস্তানা ২'-তে কার্তিক আরিয়ান নয়, দেখা যাবে এই প্রখ্যাত অভিনেতাকে

দর্শকের প্রতীক্ষার অবসান! করণ জোহার পরিচালিত ‘দোস্তানা ২’ নতুন লিড অভিনেতা নিয়ে ফের আলোচনার কেন্দ্রে এসেছে। 

করণের 'দোস্তানা ২'-তে কার্তিক আরিয়ান নয়, দেখা যাবে এই প্রখ্যাত অভিনেতাকে

দর্শকের প্রতীক্ষার অবসান! করণ জোহার পরিচালিত ‘দোস্তানা ২’ নতুন লিড অভিনেতা নিয়ে ফের আলোচনার কেন্দ্রে এসেছে।

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো: দর্শকের প্রতীক্ষার অবসান! করণ জোহার পরিচালিত ‘দোস্তানা ২’ নতুন লিড অভিনেতা নিয়ে ফের আলোচনার কেন্দ্রে এসেছে। ২০০৮ সালের সফল ‘দোস্তানা’ ছবির সিক্যুয়েলটি নানা জটিলতার মধ্যে পড়ে যায়, বিশেষ করে ধর্ম প্রোডাকশনস এবং কার্তিক আরিয়ান মধ্যে তিক্ততা প্রকাশ পাওয়ার পর। এবার খবর, এই সিনেমার নতুন মুখ হচ্ছেন বিক্রান্ত মাসে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা গেছে, বিক্রান্তের সঙ্গে ‘দোস্তানা ২’-তে থাকবেন অভিনেতা লক্ষ্য। পাশাপাশি ছবিতে একজন নতুন নায়িকা অভিনয় করবেন, যার নাম এখনও প্রকাশ হয়নি। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারিতে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে এবং বছরের শেষে মুক্তি পাবে।

ধর্ম প্রোডাকশনসের এক সূত্র জানিয়েছে, “দোস্তানা ২ এর চিত্রনাট্য এখন চূড়ান্ত পর্যায়ে, যা সিরিজটিকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিয়ে যাবে। বিক্রান্ত ও লক্ষ্য এই ছবির পুরুষ লিড, আর এটি নতুন নায়িকার জন্যও প্ল্যাটফর্ম হবে। শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে এবং মুক্তি পাবে ২০২৬ সালের শেষের দিকে।”

বর্তমানে ‘দোস্তানা ২’ নির্মাণাধীন এবং পরিচালকের নাম চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সূত্রটি আরও জানিয়েছে, “এটি একটি থিয়েট্রিক্যাল ছবি হবে, যেখানে থাকবে গান, কমেডি, রোম্যান্স ও নাটক। পরিচালকের সঙ্গে কথা চলছে, দুই সপ্তাহের মধ্যে নাম ঘোষণা করা হবে।”

প্রথমে এই ছবির লিড ছিল কার্তিক আরিয়ান ও জাহ্নবি কাপুর। ২০২১ সালে ধর্ম প্রোডাকশনস জানিয়েছিল কার্তিকের বিদায়ের পর ছবিতে নতুন কাস্টিং হবে। যদিও কার্তিক ২০২৪ সালে নিজের বক্তব্য প্রকাশ করেন, নির্মাতারা বিস্তারিত কিছু জানাননি।

কার্তিক বর্তমানে অনুরাগ বসুর এক অনির্দিষ্ট ছবিতে এবং করণ জোহার ‘নাগজিলা’ ছবিতে কাজ করছেন। বিক্রান্ত মেসি বেশ ব্যস্ত, তিনি শ্রী শ্রী রবি শঙ্কর বায়োপিক ও ‘ডন ৩’ ছবির কাজ শেষ করছেন, যা ২০২৫ সালের শেষের দিকে সম্পন্ন হবে। ধর্ম প্রোডাকশনস আগামী বছর ‘ঢাক ২’ ও ‘সানি সংস্কারী কি তুলসিকুমারী’ সহ বেশ কয়েকটি ছবির মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এ বছর ‘তু মেরি, মেইন তেরা’ এবং ‘নাগজিলা’ মুক্তির জন্যও তারা কাজ করছে, যেখানে লিড রোল করছেন কার্তিক আরিয়ান।


ভিডিও স্টোরি