শেষ আপডেট: 26th September 2023 15:36
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান ও করণ জোহর (Karan Johar)- দু’জনের বন্ধুত্বের কথা বি টাউনে সর্বজনবিদিত। করণের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে হিরো ছিলেন শাহরুখ (Shah Rukh Khan)। তবে দু’জনের পরিচয় হয় তারও আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির শ্যুটিং সেটে। আর সেখানেই প্রথম সাক্ষাতে অভিনেতাকে জামার বোতাম খোলার পরামর্শ দিয়েছিলেন করণ। কেন এ কথা বলেছিলেন তিনি? আর সেটা শুনে শাহরুখের প্রতিক্রিয়া কী ছিল, এতদিনে তা প্রকাশ্যে আনলেন করণ জোহর নিজেই।
পরিচালক বলেন, “তখন আমি সিনেমাজগতে একেবারেই নতুন। সেভাবে কেউই চেনে না। আদি (আদিত্য চোপড়া)-কে আমি ‘ডিডিএলজে’ ছবিতে অ্যাসিস্ট করছিলাম। ওখানেই প্রথম শাহরুখের সঙ্গে আমার আলাপ। প্রথম দেখাতেই আমি ওঁকে বলি, ‘এবাবা তুমি রেংলারের জিন্স পরে আছো কেন? তোমায় লেভি’স-এর জিন্স বেশি মানাবে।’ সঙ্গে জামার বোতামগুলোও খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। শাহরুখ এই কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। ও এসব কথা শুনে তখন আমায় বলছে, ‘আমায় একটু সময় দেবে প্লিজ? আর আদিকে একটু ডেকে দাও।”
এখানেই না থেমে করণ আরও বলেন, “আদি আসতেই শাহরুখ নালিশ করতে শুরু করে আমার নামে। বলে, ‘এই ছেলেটা কে? কোথা থেকে এসেছে? আর এ আমার জিন্স নিয়ে কেন কথা বলছে?’ তখন আদি ওঁকে বুঝিয়ে বলে যে, আমি অ্যাসিস্ট করছি। পরে শাহরুখের সঙ্গে আমার বেশ ভাল বন্ধুত্ব হয়ে যায়। একদিন কথার ছলে আমাকে ও জিজ্ঞাসা করেছিল যে, আমি পরে কী হতে চাই। আমি ওঁকে বলেছিলাম, ডিজাইনার হতে চাই। জানি না পরে শাহরুখ কথাটা মনে রেখেছিল কিনা। তবে শাহরুখের বহু ছবিতে আমি ওঁর পোশাক ডিজাইন করেছিলাম।”
নতুন ছবি ঘোষণা আলিয়ার! করণ জোহরের সঙ্গে প্রযোজনাতেও পা রাখছেন অভিনেত্রী