শেষ আপডেট: 28th October 2023 16:15
দ্য ওয়াল ব্যুরো: গত পরশু থেকে শুরু হয়েছে ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজন। বলিউডে কথিত আছে, এই শোয়ে করণের তেঁতো প্রশ্ন এবং কফির স্বাদের মুখে পড়ে অনেকেই গোলমাল করে ফেলেন। মুখ থেকে বেরিয়ে আসে অপ্রিয় সত্য। এই সিজনের প্রথম এপিসোডেও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এমন একটি কথা বলেছেন, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই করণ জানালেন, তাঁর শোয়ে ক্রিকেটারদের ডাকতে এখন তিনি ভয় পান। সেই ভয়ের কারণও খোলসা করেছেন শোয়ের সঞ্চালক।
শুক্রবার বিকেলে ইনস্টাগ্রামে লাইভ এসেছিলেন করণ। অষ্টম সিজনের প্রথম পর্ব মানুষের পছন্দ হওয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন সকলকে। এমন সময় এক নেটিজেন করণকে প্রশ্ন করেন, “এই সিজনে কি কোনও ক্রিকেটারকে দেখা যাবে?” প্রশ্নটি করণের চোখ এড়ায়নি। তিনি ওই যুবককে পাল্টা জিজ্ঞাসা করেন, “আপনার কি মনে হয় যে ক্রিকেটাররা আর আমার শোয়ে আসবে? আমি নিশ্চিত নই। তাঁরা দেশের আইকন। আমার ভাল লাগবে তাঁরা আমার শোয়ে নিমন্ত্রিত হয়ে এলে। কিন্তু ওঁদের তো ডাকতেই ভয় পাই আমি। মুখের উপর না বলে দেবে, সেটা আমি শুনতে রাজি নই।”
উল্লেখ্য, এই শোয়ের সিজন ৬-এ ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুল এসেছিলেন। সেই এপিসোডে করণের প্রশ্নের উত্তরে হার্দিক এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নারীদের জন্য অসম্মানজনক। তবে রাহুল চুপই ছিলেন। কিন্তু এপিসোডটি সম্প্রচার হতেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন দুই ক্রিকেটার। চাপের মুখে পড়ে বিসিসিআই তাঁদের সাসপেন্ডও করে। এরপর থেকেই করণ জোহরের শো থেকে বরাবর দূরত্ব বজায় রেখে চলেন জাতীয় দলের ক্রিকেটাররা। করণ নিজেও তা জানেন।