শেষ আপডেট: 4th October 2023 14:41
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বিগত বেশ কিছু বছরে যে কটি বিতর্কের সৃষ্টি হয়েছে তার আঁতুড়ঘর হিসেবে অনেকেই আঙুল তোলেন একটি মাত্র টক-শো-এর দিকেই। তার নাম 'কফি উইথ করণ'। বি টাউনের পরিচালক করণ জোহরের সঞ্চালনায় এই টক-শোতে আসেননি এমন তারকার সংখ্যা হাতে গোনা। আড্ডার ছলে তারকাদের মনের কথা যেন টেনে বের করে আনেন করণ। আবার এই টক-শোতে এসেই একসময়ে কঙ্গনা রানাউত সরাসরি আঙুল তুলেছিলেন করণের দিকে। নেপোটিজমের অভিযোগে বিদ্ধ করেছিলেন পরিচালককে।
তবে সে সব এখন অতীত। মাঝের সময়টুকু কাটিয়ে দীর্ঘদিন পর পরিচালনাতেও ফিরেছেন করণ। এবার নিজের চেনা গ্রাউন্ডেই ফের কফির কাপ হাতে ফিরছেন করণ জোহর। খুব তাড়াতাড়ি ডিজনি হটস্টার ওটিটি চ্যানেলে আসতে চলেছে 'কফি উইথ করণ'-এর নতুন সিজন। ৭টা সিজন পার করে অষ্টম সিজন নিয়ে ফিরবেন করণ। অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে নতুন সিজন।
বুধবার সকালে করণ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানান 'কফি উইথ করণ'-এর নতুন সিজন আসার খবর। নতুন এই সিজনে যেন আরও ক্ষুরধার করণ। প্রসঙ্গত, 'কফি উইথ করণ'-এর পুরনো সিজনগুলি যেভাবে বারবার সমালোচনার মুখোমুখি হয়েছে সেই সমালোচনাকেই এবার যেন হাতিয়ার করেছেন করণ। ইনস্টাগ্রামে নতুন সিজনের প্রোমো শেয়ার করে তিনি লেখেন 'আমাকে তো আমার ভাবনারাও যেন ট্রোল করছে, তবে যে যা ভাবে ভাবুক, নতুন সিজনের জন্য আমি ইতিমধ্যেই কফি বানাতে শুরু করে দিয়েছি'।
শোনা যাচ্ছে এই সিজনে ফের অতিথি হয়ে আসতে চলেছেন শাহরুখ খান। এছাড়াও বি টাউন সূত্রের খবর, দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং ঋষভ শেট্টিও এই সিজনে করণের অতিথি হতে পারেন। তবে আমন্ত্রিত অতিথি হয়ে এসে কঙ্গনা যেভাবে আক্রমণ করেছিলেন করণকেই তারপর কঙ্গনাকে আর নতুন সিজনে আমন্ত্রণ জানাবেন কী করণ, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সব মহলেই। পাশাপাশি, গত বছর সপ্তম সিজনে আলিয়া অতিথি হিসেবে এলেও রণবীর কাপুর জানিয়েছিলেন তিনি নাকি 'কফি উইথ করণ'এ একের পর এক বিতর্কের সূত্রপাত করে ক্লান্ত হয়ে গিয়েছেন। ফলে, রণবীর আদৌ এই সিজনে ফিরবেন কিনা তা জানতেও কৌতূহলী হয়ে রয়েছেন অনেকেই।