শেষ আপডেট: 29th January 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে পা রাখতে চলেছেন সইফপুত্র। বহু দিন ধরেই চলছিল কানাঘুষো। এবার এই খবরে সিলমোহর দিলেন পরিচালক করণ (Karan johar) জোহর (Karan johar)। সইফ-অমৃতার ভক্তদের মধ্যে ইতিমধ্যেই ইব্রাহিমের (Ibrahim Ali Khan actor) ডেবিউ নিয়ে বেশ সাড়া পড়ে গিয়েছে।
ইনস্টাগ্রামে পোস্ট করে, করণ জোহর (Karan johar) ইব্রাহিমের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেছেন। অতীতে করণ (Karan johar) সইফ, অমৃতা এমনকি সারার সঙ্গেও কাজ করেছেন। করণ (Karan johar) লেখেন, ‘আমি অমৃতা বা ডিঙ্গি, যে ভাবে ওর প্রিয়জনরা ওকে ডেকে থাকে, ওর সঙ্গে প্রথমবার দেখা হয় যখন আমার ১২ বছর বয়স। ও ধর্মা মুভিজের জন্য বাবার সঙ্গে তখন ‘দুনিয়া’ ছবিটি করেছিলেন এবং আমার স্পষ্টভাবে মনে রয়েছে ওর মধ্যেকার গ্রেস, এনার্জি, এবং ক্যামেরার উপর ওর আধিপত্য যা ছিল, তা।’
View this post on Instagram
করণ (Karan johar) আরও যোগ করেন, ‘কিন্তু, সবচেয়ে মনে আছে, তা হল আমাদের প্রথম সাক্ষাতের পর, ও এবং ওর তখনকার হেয়ারস্টাইলিস্টের সঙ্গে চাইনিজ ডিনার, তারপর একটি জেমস বন্ড সিনেমা দেখা! ও আমাকে নিজের মতো করে দেখেটেখে রাখছিল, এবং তার পর যখন দেখা হল, সেই গ্রেস ছিল...যা ও এবং ওর সন্তানদের মধ্যে এখনও থেকে গিয়েছে!’
সইফ প্রসঙ্গে করণ (Karan johar) বলেন, ‘আনন্দ মহেন্দ্রুর অফিসে ওকে প্রথম দেখি। সইফ তখন যুবক, আকর্ষণীয় এবং এফর্টলেস, ঠিক তেমনভাবেই প্রথমবার আমি ইব্রাহিমকে দেখি। এবং এক বন্ধুত্ব দেখলাম, যা আমাদের প্রজন্ম থেকে ভাগ্যক্রমে আমাদের সন্তানদের মধ্যেও অব্যাহত রয়েছে!!! আমি এই পরিবারটিকে ৪০ বছর ধরে চিনি। বিভিন্ন ভূমিকায় তাদের সঙ্গে কাজ করেছি—অমৃতার সঙ্গে 'দুনিয়া', সইফের সঙ্গে 'কল হো না হো' থেকে 'কুরবান' এবং অবশ্যই, সারা আলি খানের সঙ্গে 'সিম্বা' তারপর আরও অনেক কিছু যা ক্রমশ আসতে চলেছে।’
তারপর করণ (Karan johar) লেখেন, ‘আমি এই পরিবারটিকে জানি তাদের বড় মনের জন্য। সিনেমা তাদের রক্তে, তাদের জিনে এবং তাদের আবেগে রয়েছে। আমরা একটি নতুন প্রতিভার জন্য পথ তৈরি করছি, যার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না, চাই গোটা বিশ্ব দেখুক। সুতরাং, খানিক অপেক্ষা করুন যখন ইব্রাহিম আলি খান তাঁর পথ চলা শুরু করবে, আপনার হৃদয়ে এবং শীঘ্রই…স্ক্রিনে!’
ইব্রাহিমকে (Ibrahim Ali Khan actor) শীঘ্রই 'দিলের' ছবিতে দেখা যাবে। বিপরীতে রয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা শ্রীলীলা। 'দিলের' একটি স্পোর্টস ড্রামা, পরিচালনা করছেন কুণাল দেশমুখ। প্রযোজনা করছেন দিনেশ বিজন। ইব্রাহিম আলি খান তাঁর ডেবিউ সিনেমার কাজ থেকে বিরতি নিয়েছিলেন, কারণ বাবা সইফের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার পর তাঁকে দেখাশোনা এবং পরিবারের সর্বদা পাশে ছিলেন ইব্রাহিম। এখন সইফ অনেকটাই সুস্থ। তাই শুরু হয়েছে ছবির শুটিংও।