শেষ আপডেট: 18th March 2025 21:23
দ্য ওয়াল ব্যুরো: গত ৭ মার্চ মুক্তি পেয়েছিল সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের প্রথম সিনেমা ‘নাদানিয়া’। ছবিটি নিয়ে শুরুতে প্রত্যাশা থাকলেও মুক্তির পর থেকেই একের পর এক নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়েছেন ইব্রাহিম ও তাঁর সহ-অভিনেত্রী খুশি কপূর। দুর্বল চিত্রনাট্য থেকে অভিনয়ের মান—সমালোচনার ঝড় বইছে সব দিক থেকে। এই পরিস্থিতিতে তারকা সন্তানদের সমালোচনার বিরুদ্ধে সুর চড়ালেন বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা করণ জোহর।
সম্প্রতি ‘অকাল’ ছবির ট্রেলার লঞ্চে করণ জোহরকে ‘নাদানিয়া’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন, "কিছু মানুষ কিছু বলবেই, এটাই স্বাভাবিক। আমরা সমালোচনাকে গুরুত্ব দেই, তবে সব কিছু নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।"
View this post on Instagram
করণ আরও বলেন, "সমালোচনা অবশ্যই করা যায়, তবে সেই সমালোচনায় সংবেদনশীল হওয়া জরুরি। মনে রাখতে হবে, এরা শুধু অভিনেতা নয়, কারও সন্তানও। তাঁদের বাবা-মা এই কটাক্ষ শুনে কতটা কষ্ট পান, সেটা কেউ ভাবে না। অভিনয়ের বিচার হোক, তবে অযথা বিতর্ক তৈরির কোনও মানে নেই।"
‘নাদানিয়া’ কলেজ প্রেমের গল্প নিয়ে নির্মিত একটি সিনেমা, যেখানে ইব্রাহিম ও খুশি ছাড়াও অভিনয় করেছেন সুনীল শেট্টি, যুগল হংসরাজ, মহিমা চৌধুরী ও দিয়া মির্জা। তবে তারকাসমৃদ্ধ কাস্টিং থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কেউ কেউ তো একেবারে ৫-এর মধ্যে ০ রেটিংও দিয়েছেন! স্টার কিডদের নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়।
এর আগেও একাধিকবার স্টার কিডদের পারফরম্যান্স নিয়ে কটাক্ষের ঝড় উঠেছে। তবে ‘নাদানিয়া’-র ব্যর্থতার পর সমালোচনার মাত্রা আরও তীব্র হয়েছে। এই বিতর্কের মধ্যেই করণ জোহরের পাশাপাশি পরিচালকদের মধ্যে হনসল মেহেতা ও অভিনেতা সোনু সুদও ইব্রাহিম-খুশির পাশে দাঁড়িয়েছেন। এদিকে, করণ জোহর প্রথমবার পাঞ্জাবি সিনেমার প্রযোজক হিসেবে কাজ করেছেন গিপ্পি গ্রেওয়াল পরিচালিত ‘অকাল’ ছবিতে। ছবিতে অভিনয় করেছেন নিমরত খাইরা, নিকিতিন ধীর, গুরপ্রীত ঘুগি ও অন্যান্য শিল্পীরা।