শেষ আপডেট: 10th December 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো: পৌরাণিক, ইতিহাস নির্ভর, দেবদেবী নির্ভর ভারতীয় সিনেমাকে প্রথম 'প্রাপ্তবয়স্ক' করে গড়ে তুলে আন্তর্জাতিক পোশাক পরিয়েছিলেন যিনি, তাঁর নাম রাজ কাপুর। এযুগের প্রজন্ম তাঁকে রণবীর কাপুর, করিনা কাপুরের দাদু বলে চেনে। সেই 'দাদু'-র ১০০ বছর জন্মবার্ষিকীতে আয়োজিত আর কে ফিল্ম ফেস্টিভ্যালে আসার আমন্ত্রণ জানাতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দরবারে রণবীর-করিনারা।
আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্ণ হবে। সেই উপলক্ষে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত সেই বিশিষ্ট অভিনেতার ১০টি প্রথম সারির ছবি দেখানো হবে দেশের ৪০টি শহরের ১৩৫টি সিনেমা হলে। টিকিটের দাম ধার্য করা হয়েছে মাত্র ১০০ টাকা। তাই একে বলা হচ্ছে রাজ কাপুর@100।
কিংবদন্তি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কাপুরের তৈরি আরকে ফিল্মস, ফিল্ম হেরিটেড ফাউন্ডেশন, এনএফডিসি এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া যৌথভাবে এই রাজ কাপুর সিনেমা উৎসবের আয়োজন করেছে। উৎসবের থিম নাম দেওয়া হয়েছে-সেলিব্রেটিং দ্য সেন্টেনারি অফ দি গ্রেটেস্ট শোম্যান। সিনেমাগুলি দেখানো হবে পিভিআর-আইনক্স এবং সিনেপলিসে।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার মুম্বই থেকে দিল্লি গেলেন রণবীর কাপুর, সঙ্গে ছিলেন স্ত্রী আলিয়া ভাট। দিল্লির উদ্দেশে রওনা দেন করিনা কাপুর খান ও সইফ সঙ্গে ছিলেন করিশ্মা কাপুর ও নীতু কাপুরও। প্রত্যেকেই ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন। আলিয়া ও করিনা এই দিনের জন্য বেছেছেন লাল রং। রণবীরের পরনে ছিল কালো ট্র্যাডিশনাল স্যুট, সইফ পরেছিলেন সাদা কুর্তা-পাজামা সঙ্গে বেইজ রঙের জওহর কোট। এদিকে আইভরি রঙের সালওয়ার স্যুট পরেছিলেন করিশ্মা ও নীতু।
মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে।
View this post on Instagram
রাজ কাপুরের যে ছবিগুলি এই ফেস্টিভ্যালে দেখানো হবে সেগুলি হল, আগ (১৯৪৮), বরসাত (১৯৪৯), আওয়ারা (১৯৫১), শ্রী ৪২০ (১৯৫৫), জাগতে রহো (১৯৫৬), জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায় (১৯৬০), সঙ্গম (১৯৬৪), মেরা নাম জোকার (১৯৭০), ববি (প্রযোজিত-পরিচালিত, ১৯৭৪) এবং রাম তেরি গঙ্গা মইলি (প্রযোজিত-পরিচালিত, ১৯৮৫)।