
সোশ্যাল মিডিয়ার দৌলতে কাপুর পরিবারের অন্দরমহলের ছবি দেখতে পান এখন সকলে। কখনও করিনা, কখনও কারিশ্মা, কখনও বা নীতু কাপুরের মেয়ে ঋধিমা তাঁদের গেট টুগেদারের ছবি পোস্ট করেন। তবে এবার ছবিতে সকলের নজর পড়েছে নতুন সদস্যের উপর। নতুন সদস্য আর কেউ নন, তিনি হলেন ঋষি-পুত্র রণবীরের প্রেমিকা আলিয়া ভাট।
ক্রিসমাসের সকালেই আলিয়া-রণবীরকে এক ঝলক দেখা যায় করিনার বাড়ির সামনে। আলিয়া পরেছিলেন হালকা নিয়ন সবুজ রঙের ড্রেস। মাথায় সান্তাক্লজ টুপি। রণবীরও ছিলেন তাঁর সঙ্গেই। দুজনেই একসঙ্গে পার্টিতে জয়েন করেন। পরে রাতের দিকে করিনা, করিশ্মা দু’জনেই একটি ফ্যামিলি ফটো পোস্ট করেন ইনস্টাগ্রামে। করিনা ছবি পোস্ট করে লেখেন, “ট্রাডিশন চলে আসছে। এবারেও এক হলাম সবাই মিলে। সবাই কোভিড নেগেটিভ। মিস করছি নীতু আন্টি আর ঋধিমাকে।” সেই ছবিতেই পাশাপাশি দেখা গেল আলিয়া-রণবীরকে। স্বাভাবিকভাবেই সকলে ধরে নিচ্ছেন আলিয়া কাপুর পরিবারের নতুন সদস্য হতে চলেছেন।
অয়ন মুখার্জির পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র শ্যুটিং থেকেই আলিয়া-রণবীরের প্রেম শুরু। একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নেন আলিয়া। নিজে মুখে জানান ভালবাসার কথা। জানান রণবীর থাকলেই তাঁর মুখে হাসি থাকে। ইতিমধ্যেই গুঞ্জন রটে গেছে আগামী বছরেই আলিয়া-রণবীরের চারহাত এক হতে চলেছে। রণবীরও অন্যদিকে জানান পরিস্থিতির কারণে এইবছর বিয়ে করতে পারেননি। পরের বছর কী হতে চলেছে, কেমনভাবে সাজবেন তাঁরা তাই নিয়ে এখন থেকেই ভীষণ এক্সাইটেড তাঁদের অনুরাগীরা।