Latest News

আসবে ‘কান্তারা’র প্রথম অধ্যায়, কবে মুক্তি? সিনেমাপ্রেমীদের সুখবর দিলেন ঋষভ শেট্টি

দ্য ওয়াল ব্যুরো: ‘কেজিএফ’ সিরিজের পর ‘কান্তারা’ (Kantara) কন্নড় ইন্ডাস্ট্রিকে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে। ঋষভ শেট্টি (Rishab Shetty) পরিচালিত এই ছবি বক্স অফিসেও অনন্য নজির গড়েছে। এই সাফল্যের রেশ ধরে রাখতে এবার পরবর্তী ভাগের কাজও শুরু করে দিয়েছেন পরিচালক। সংবাদমাধ্যমের কাছে সে কথা নিজেই জানিয়েছেন ঋষভ। তবে এই ছবি ‘কান্তারা’র সিক্যুয়েল নয়, বরং প্রিক্যুয়েল বানানো হবে।

‘কান্তারা’ ছবিতে প্রাচীন লোকগাথা নিয়ে কাজ করেছেন পরিচালক ঋষভ শেট্টি। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘যখন ‘কান্তারা’র শ্যুটিং চলছে তখনই বুঝতে পেরেছিলাম এই কাহিনির ইতিহাস অনেক গভীরে। এবার সেটাই দর্শকের বলতে চাই।’’ সূত্রের খবর, ইতিমধ্যেই পরের ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন ঋষভ। আগামী বছরেই তা বড়পর্দায় মুক্তি পাবে। হিসাব মতো এটাই হতে চলেছে ‘কান্তারা’ ছবির প্রথম ভাগ। যা দ্বিতীয় ভাগের চেয়েও বড় মাপে তৈরি হতে চলেছে বলে দাবি করেছেন পরিচালক।

ঋষভ বলেছেন, চিত্রনাট্যের খসড়া লেখার জন্য যা গবেষণা চলছে, তাতে আরও অনেক তথ্য উঠে আসছে। এই লেখা এবং গবেষণা, দুটোই সমানতালে চলছে। জানা গেছে, এবার চিত্রনাট্য লেখার কাজ পুরোদমে শুরু হবে। এইসময় কর্নাটকের উপকূলীয় অঞ্চলে থাকতে চলেছেন ঋষভ ও তাঁর সঙ্গীরা। প্রি প্রোডাকশনের সমস্ত কাজ শেষ হলে চলতি বছরেই মাঝামাঝি সময়ে থেকে শুরু হবে শ্যুটিং। তারপর আগামী বছর ছবি মুক্তি। তবে ২০২৪-এর ঠিক কোন সময়ে সিনেমাটি রিলিজ হবে, তা এখনও জানা যায়নি।

বক্স অফিসে আমিরকেও পিছনে ফেললেন শাহরুখ! ‘পাঠান’ ঝড়ের সামনে কেবল যশ-প্রভাস

You might also like