শেষ আপডেট: 8th March 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সাহসী, ঠোঁটকাটা অভিনেত্রীর কথা হলেই প্রথমেই নাম আসে কঙ্গনা রানাউতের। তিনি বরাবরই নিজের স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত। ‘মণিকর্ণিকা’-খ্যাত এই অভিনেত্রী শুধু রূপোলি পর্দাতেই নয়, বাস্তব জীবনেও একরোখা ও নির্ভীক। তাবড় তাবড় পরিচালক, অভিনেতাদের নিয়ে সরব হওয়া হোক বা নিজের মতামত প্রকাশ, কঙ্গনা কখনও পিছপা হন না। রাজনীতির ময়দানেও তাঁর সেই লড়াকু রূপ ফুটে উঠেছে।
নারী দিবসে সেই আত্মবিশ্বাসী স্বভাবই আরও একবার প্রকাশ পেল তাঁর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে। কঙ্গনা স্পষ্ট জানালেন, প্রকৃত নারী হয়ে ওঠার জন্য জীবনে কোনও পুরুষের সাহায্যের প্রয়োজন নেই, এমনকি পুরুষালি হওয়ারও দরকার নেই। একজন নারী তাঁর নিজের শক্তি, মমতা ও ভালবাসার মাধ্যমেই সফল হতে পারেন।
কঙ্গনার বার্তায় উঠে এল আরও কিছু গুরুত্বপূর্ণ কথা। তিনি বললেন, 'নারীকে হতে হবে আরও দয়ালু ও সহানুভূতিশীল। তবে সেই সঙ্গে আত্মবিশ্বাসও থাকতে হবে। নিজের লড়াই নিজেকেই লড়তে হবে এবং জয় ছিনিয়ে আনতে হবে। একজন নারীই মাতৃত্বের মাধ্যমে আগামীর ভবিষ্যৎ গড়ে তোলেন, তাই তাঁর শক্তি অপরিসীম। তবে সেই শক্তির সঙ্গে নম্রতাও থাকা জরুরি।'