শেষ আপডেট: 11th October 2021 03:46
দ্য ওয়াল ব্যুরো: এতকিছু হয়ে গেল বি টাউনে, তবু তিনি চুপ! তাঁর নীরবতা খানিক অবাকই করেছিল সাধারণ মানুষকে। কারণ কোনও না কোনও ছুতো খুঁজে বিতর্ক ঘনিয়ে তোলার কাজে তিনি গত কয়েক বছর ধরেই নিজেকে এগিয়ে রেখেছেন। সিনেমা থেকে রাজনীতি-- সর্বত্র তাঁর অবাধ বিচরণ। তিনি কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এ হেন কঙ্গনা শাহরুখ খানের ছেলের মাদক-কাণ্ডে গ্রেফতারি নিয়ে কেন কিছু বললেন না, সে প্রশ্নই ভাবাচ্ছিল অনুরাগীদের। তবে তিনি নিরাশ করলেন না। রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠলেন আরিয়ানকে নিয়ে। ঋত্বিক রোশন আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন সম্প্রতি, আর তাতেই যেন আগুনে ঘি পড়ে।