শেষ আপডেট: 10th January 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: স্পষ্টভাষী হওয়ায় কঙ্গনা রানাওয়াত অনেক সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। এবার তাঁর আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তির অপেক্ষায়। ছবির প্রচারে ব্যস্ত তিনি। সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৫’- এর মঞ্চে হাজির হয়ে এক প্রতিযোগীর প্রশ্নের উত্তরে করণ জোহর প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা।
এক প্রতিযোগী কঙ্গনাকে প্রশ্ন করেন, 'আপনার এবং করণ জোহরের মধ্যে অনেক বিতর্ক আমরা দেখেছি। ভবিষ্যতে তিনি যদি আপনাকে কোনও ছবি করার প্রস্তাব দেন, আপনি কি তা করবেন?' এর উত্তরে কঙ্গনা মুচকি হেসে বলেন, 'বরং আমি করণ স্যারকে নিয়ে ছবি করব। ওঁর আমার সঙ্গে কাজ করা উচিত। আমি ওঁকে দারুণ একটি চরিত্র দেব। তবে সেটা ননদ-শাশুড়ি বা বৌমার চুগলিবাজির গল্প হবে না বরং একেবারে সিরিয়াস একটি সিনেমা হবে।'
এর আগে দ্য লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, করণকে তাঁর বায়োপিকে ‘স্টেরিওটাইপিক্যাল ভিলেন’ হিসেবে দেখাবেন। সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে কঙ্গনা এবার বলেন, 'এখন আমার জীবনে আরও বড় ভিলেন এসেছে। এরকম ছোটোখাটো লোকাল ভিলেন চলবে না!' এর আগেও ২০১৭ সালে করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ এসে কঙ্গনা সরাসরি করণকে ‘মুভি মাফিয়া’ বলে আক্রমণ করেছিলেন। সেই বক্তব্য আজও আলোচনার কেন্দ্রে।
কঙ্গনার নতুন ছবি ‘ইমার্জেন্সি’-তে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। নানা বিতর্ক ও সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় ছবিটি সময়মতো মুক্তি পায়নি। শিখ সম্প্রদায়কে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ ওঠায় তা স্থগিত রাখা হয়। অবশেষে ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ঐতিহাসিক পটভূমির ছবি।