Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
আধুনিক 'স্কিন ট্রিটমেন্ট'-এর নামে ক্যানসারের ঝুঁকি নিচ্ছেন না তো? খুঁটিনাটি জানালেন চিকিৎসকমেনোপজের সময় মেয়েদের ডায়েটে কী কী খাবার থাকা উচিত, জানালেন করিনা কাপুরের ডায়েটিশিয়ান ‘নুন খেয়ে গুণ গাইতে হয়’, দাগিদের পক্ষ নিয়ে আদালতে রাজ্য, ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা মেহেবুবআঁধারঅভিসারিকা, আলােক-সন্ধানী সুচিত্রা সেনের আড়াল জীবনে একমাত্র আলো শ্রীশ্রী রামকৃষ্ণ শববাহী গাড়িতে মদ খেয়ে বেহুঁশ চালক আর খালাসি! উত্তরপাড়ার ছবি ভাইরাল হতেই শোরগোলনায়িকা বানানোর টোপ! ছবি তৈরির নামে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে দুই'এটা একটা সুন্দর অনুভূতি', সন্তান আগমনের খবরে আর কী বললেন রাজকুমার রাও?আলোর ঝলকানি আর শরীরে শুধু সাদা মনোকিনি, ফটোশুটে নজর কাড়লেন প্রজ্ঞা জয়সওয়ালএসএনইউ-তে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে নতুন শিক্ষা পদ্ধতি, কেন এই কোর্স সম্ভাবনাময়বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসক
Kangana Ranaut

ইতিহাসে কঙ্গনা তবু নিশানা ব্যর্থ, তির-ধনুক তুলেও তুমুল ট্রোলড অভিনেত্রী

রামলীলা ময়দানে রাবণ দহনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কঙ্গনাকে। 

ইতিহাসে কঙ্গনা তবু নিশানা ব্যর্থ, তির-ধনুক তুলেও তুমুল ট্রোলড অভিনেত্রী

শেষ আপডেট: 25 October 2023 06:29

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তিনি একরকম কোণঠাসা হয়ে গিয়েছেন অনেক দিন ধরেই। একাধিক বলি তারকার প্রতি বিষোদগারের ফলে ইদানীং বলিপাড়ায় তাঁকে একরকম এড়িয়েই চলেন অনেকে। তবে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে বিজেপির একাধিক নেতার সঙ্গে বেশ ভালই সদ্ভাব আছে কঙ্গনা রানাউতের। এবার সেই ঘনিষ্ঠতার সুবাদেই নতুন এক ইতিহাসের অংশ হলেন কঙ্গনা। 

গতকাল ছিল বিজয়া দশমী এবং একইসঙ্গে দশেরা। সারা দেশে বিভিন্ন জায়গায় রাবণ দহন করা হয় এই দিনে। দেশের মধ্যে সবচেয়ে নামকরা রাবণ দহন হয় দিল্লির রামলীলা ময়দানে। এতদিন পর্যন্ত সেখানে কোনও মহিলা রাবণ দহন করেননি, মূলত পুরুষরাই তীর ধনুক হাতে রাবণ দহন করতেন। তবে এই প্রথমবার রামলীলা ময়দানে রাবণ দহনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কঙ্গনাকে। 

লাল শাড়ি পরে রাবণ দহন করতে উপস্থিত হয়েছিলেন 'কুইন'। তবে তীর ধনুক দিয়ে রাবণকে নিশানা করতে যেতেই বিপত্তি। জ্যা-এ বাণটি লাগালেও সে বাণ বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ছুড়তে পারেননি কঙ্গনা। অতঃপর হাল ছেড়ে দিয়ে ধনুকের বদলে মাইক হাতে তুলে নেন তিনি। 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন অভিনেত্রী। 'ভারতবর্ষের সবচেয়ে বড় হিরো রাম', মন্তব্য কঙ্গনার।  

কঙ্গনার এই ব্যর্থ নিশানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই যথারীতি শুরু হয়েছে কটাক্ষ। কেউ কেউ বলছেন, যতই রামনাম করুন, রামের মতো ধনুক চালাতে পারলেন না কঙ্গনা। অনেকে আবার এই ভিডিও দেখে বলছেন, অন্য কেউ হলে এভাবে ধনুক চালাতে ব্যর্থ হলে লজ্জায় রাঙা হয়ে যেতেন, তবে কঙ্গনার যেন কোনও হেলদোলই নেই। 


ভিডিও স্টোরি