শেষ আপডেট: 25 October 2023 06:29
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তিনি একরকম কোণঠাসা হয়ে গিয়েছেন অনেক দিন ধরেই। একাধিক বলি তারকার প্রতি বিষোদগারের ফলে ইদানীং বলিপাড়ায় তাঁকে একরকম এড়িয়েই চলেন অনেকে। তবে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে বিজেপির একাধিক নেতার সঙ্গে বেশ ভালই সদ্ভাব আছে কঙ্গনা রানাউতের। এবার সেই ঘনিষ্ঠতার সুবাদেই নতুন এক ইতিহাসের অংশ হলেন কঙ্গনা।
গতকাল ছিল বিজয়া দশমী এবং একইসঙ্গে দশেরা। সারা দেশে বিভিন্ন জায়গায় রাবণ দহন করা হয় এই দিনে। দেশের মধ্যে সবচেয়ে নামকরা রাবণ দহন হয় দিল্লির রামলীলা ময়দানে। এতদিন পর্যন্ত সেখানে কোনও মহিলা রাবণ দহন করেননি, মূলত পুরুষরাই তীর ধনুক হাতে রাবণ দহন করতেন। তবে এই প্রথমবার রামলীলা ময়দানে রাবণ দহনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কঙ্গনাকে।
লাল শাড়ি পরে রাবণ দহন করতে উপস্থিত হয়েছিলেন 'কুইন'। তবে তীর ধনুক দিয়ে রাবণকে নিশানা করতে যেতেই বিপত্তি। জ্যা-এ বাণটি লাগালেও সে বাণ বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ছুড়তে পারেননি কঙ্গনা। অতঃপর হাল ছেড়ে দিয়ে ধনুকের বদলে মাইক হাতে তুলে নেন তিনি। 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন অভিনেত্রী। 'ভারতবর্ষের সবচেয়ে বড় হিরো রাম', মন্তব্য কঙ্গনার।
কঙ্গনার এই ব্যর্থ নিশানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই যথারীতি শুরু হয়েছে কটাক্ষ। কেউ কেউ বলছেন, যতই রামনাম করুন, রামের মতো ধনুক চালাতে পারলেন না কঙ্গনা। অনেকে আবার এই ভিডিও দেখে বলছেন, অন্য কেউ হলে এভাবে ধনুক চালাতে ব্যর্থ হলে লজ্জায় রাঙা হয়ে যেতেন, তবে কঙ্গনার যেন কোনও হেলদোলই নেই।